Ram Navami Rally: রামনবমীর মিছিল ঘিরে অশান্তি এড়াতে তৎপরতা, কড়া নজরদারির সিদ্ধান্ত হাওড়া পুলিশের
Howrah News: গতকাল হাওড়া সিটি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অস্ত্র মিছিল করেন শয়ে শয়ে মানুষ।
সুনীত হালদার, হাওড়া: রামনবমীর মিছিল (Ram Navami Rally) ঘিরে অশান্তি এড়াতে হাওড়ায় (Howrah News) কড়াকড়ি। যেখান দিয়ে রামনবমীর মিছিল যাবে, সেখানে বহুতল থেকে নজরদারি। ড্রোনের মাধ্যমে নজরদারির সিদ্ধান্ত হাওড়া পুলিশের।
অশান্তি এড়াতে হাওড়ায় তৎপরতা: হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কম জমায়েত করে শোভাযাত্রা করার ছাড়পত্র দেন বিচারপতি জয় সেনগুপ্ত। রামের জন্মদিন উপলক্ষ্যে এবার রাম মহোৎসব পালন করছে বিশ্ব হিন্দু পরিষদ। মঙ্গলবার শুরু হয়েছে VHP-র মেগা ইভেন্ট। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। গতকাল হাওড়া সিটি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অস্ত্র মিছিল করেন শয়ে শয়ে মানুষ।
রামনবমী উপলক্ষে শিবপুর BE কলেজের গেট থেকে শুরু হয়ে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত মিছিল হবে। ১০ হাজার জমায়েতের অনুমতি চাওয়া হলেও, হাইকোর্ট অনুমতি দিয়েছে শুধু ২০০ জনের। নির্দেশে বিচারপতি বলেন, শোভাযাত্রায় কোনও অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না। রাখা যাবে না কোনও প্ররোচনামূলক বক্তব্য। ২০০ জনের জমায়েতের জন্য উদ্যোক্তারা প্রচার চালাবেন। রাজ্য চাইলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। বিশ্ব হিন্দু পরিষদের এই শোভাযাত্রা, দুপুর ৩ থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে। রামের মূর্তি বহনের জন্য একটি গাড়ি ব্যবহার করা যাবে। তার বাইরে আর কোনও গাড়ি ব্যবহার করা যাবে না। মিছিল কোথাও দাঁড়াবে না। ২১ এপ্রিল, হবে অঞ্জনী পুত্র সেনার শোভাযাত্রা। এই একই রুটে এবং একই শর্তে মিছিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
রাম নবমীর দিন নিয়ে ইতিমধ্য়েই বারবার সতর্কতার সুর শোনা গেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। কোচবিহারের জনসভা থেকে তিনি বলেছিলেন, "আমি সংখ্যালঘু ভাই – বোনদের বলব। যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ...। আমি মনে করি ওটা মানুষের সন্মানের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লার নামে প্রার্থনা করবেন। ওদের বিদায় চাইবেন। কিন্তু কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না।''এদিকে রামনবমীতে গেরুয়া শিবিরের সঙ্গে আসরে তৃণমূলও। হাওড়ায় আজ বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি তৃণমূলেরও মিছিল। রামনবমী উপলক্ষে আজ হাওড়ার মহাবীরচকে মিছিল তৃণমূলের। হনুমান মন্দির থেকে বজরংবলী মন্দির পর্যন্ত শোভাযাত্রা করবে তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: মমতার 'জিভ টেনে নেওয়ার' মন্তব্য বিতর্কের ঝড়, মুখ্যমন্ত্রীর 'ভাষা' নিয়ে সরব বিরোধীরা