Bogtui Case: বগটুইকাণ্ডে রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক হাতেই পাননি নিহতের পরিবার, বাড়ছে তরজা
Bogtui Case Cheque Controversy: রামপুরহাটে নিহত শাজিদুরের মা নূরনেহার বিবি বলেন, "মিহিলালের কাছেই দুটো চেক দিয়েছিল। ছেলেটার পেয়েছি, বউয়ের চেকটা পাইনি।"
![Bogtui Case: বগটুইকাণ্ডে রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক হাতেই পাননি নিহতের পরিবার, বাড়ছে তরজা rampurhat Bogtui case cheque controversy death peoples family wont get it allegation Bogtui Case: বগটুইকাণ্ডে রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক হাতেই পাননি নিহতের পরিবার, বাড়ছে তরজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/21/f1ee2dace652507beec760aa88bb938e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মনোজ বন্দ্যোপাধ্যায়, পরিতোষ দাস, রামপুরহাট: বগটুইকাণ্ডে (Bogtui) এবার রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক (Cheque) বিলি নিয়ে তরজা। মিহিলালের বিরুদ্ধে সরব মৃত শাজিদুর রহমানের বাবা কাজি নুরুল জামাল। বগটুইকাণ্ডে মারা যায় কাজি নুরুল জামালের ছেলে ও ছেলের স্ত্রী। ছেলের মৃত্যুতে ক্ষতিপূরণের চেক মিলেছে, দাবি কাজি নুরুল জামালের।
২৪ মার্চ, রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে গিয়ে, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু রাজ্য সরকারের দেওয়া সেই চেক হাতে পাননি বলে অভিযোগ তুলল, এক নিহতের পরিবার।
কী অভিযোগ?
রামপুরহাট অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে মোট ৯ জনের। এর মধ্যে ছিলেন শাজিদুর রহমান ও তাঁর স্ত্রী। শাজিদুরের মায়ের অভিযোগ, ছেলের নামে আর্থিক সাহায্যের চেক পেলেও, পুত্রবধূর নামের চেক মেলেনি। এর জন্য আরেক স্বজনহারা মিহিলাল শেখের দিকে আঙুল তুলেছেন তাঁরা।
আরও পড়ুন, মৃত্যুর আগেই মামাকে কবর দেওয়ার তোড়জোড় ভাগ্নের, রান্নাঘরে খোঁড়া হল গর্ত!
রামপুরহাটে নিহত শাজিদুরের মা নূরনেহার বিবি বলেন, "মিহিলালের কাছেই দুটো চেক দিয়েছিল। ছেলেটার পেয়েছি, বউয়ের চেকটা পাইনি।" নিহত শাজিদুরের শ্বশুরমশাই বানিলাল শেখ। যিনি আবার মিহিলাল শেখের দাদা। কিন্তু এবার আত্মীয়ের বিরুদ্ধেই চেক না দেওয়ার অভিযোগ তুলল নিহতের পরিবার।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন মিহিলাল শেখ। তিনি বলেন, "আমি ডিএম অফিসে ওর বাবাকে জিনিসটা পরিষ্কার করে বুঝিয়ে বলে দিয়েছিলাম, যে কোনও কিছু বলার থাকলে সরাসরি ডিএমকে বলতে, এখন মিথ্যা অভিযোগ করছে। আমার এক্ষেত্রে কিছু করণীয় নেই।" এবিষয়ে জেলাশাসক জানিয়েছেন, পারিবারিক সমস্যা আছে। লিখিতভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)