Mamata On Ratha Yatra 2025: দিঘায় রথযাত্রা শুরু হবে কখন ? কটায় পুজোপাঠ ? জানালেন মুখ্যমন্ত্রী, 'পদপিষ্টের' ঘটনা এড়াতে থাকবে ব্যারিকেডের ব্যবস্থাও
Mamata On Digha Ratha Yatra 2025 : দিঘায় রথযাত্রা শুরু হবে কখন ? কটায় পুজোপাঠ ? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর: রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথমবার সৈকতশহরে রথযাত্রা পালিত হবে। আজ রথযাত্রার ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
আরও পড়ুন, রথযাত্রার আগে তুঙ্গে প্রস্তুতি, উঠছে জয় জগন্নাথ ধ্বনি, কাতারে কাতারে পুণ্যার্থী দিঘা-পুরীতে
এদিন মুখ্যমন্ত্রী বলেন, নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসব রথে। সেটাও তুলবে সাড়ে ৯ টার পর। সাড়ে ৯ টার পর থেকে তাঁরা রথ দর্শন করতে পারবে। রথ রাতেই লাগিয়ে দেওয়া হবে। এবং সকাল সাড়ে ৯ টা থেকে পুজো পাঠ করবেন পুরোহিতরা। আমরা দুটো নাগাদ আসব এখানে। ২ টা থেকে আড়াইটা পর্যন্ত রথ এখানেই থাকবে। এবং ২ টা ৩০ মিনিট নাগাদ রথ যাত্রা শুরু করবে। কিন্তু রাস্তায় লোক থাকবে না। লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে। যাতে পদপিষ্টের ঘটনা না ঘটে। রথ কিছুটা যেতে যেতে, কিছুটা থামবে। পথও খুব কম। মাত্র পৌনে ১ কিমি। মাসিবাড়ি যাওয়া। একটু যেতে যেতে থামবে। যেখানে মানুষ থাকবে, তাঁরা দর্শন করতে পারবে। তাঁরাও দড়িও স্পর্শ করতে পারবে। যেহেতু আমাদের ব্যারিকেডের সঙ্গে ছোঁওয়ানো থাকবে রথের দড়ি। আপনাদের সকলের সহযোগিতা চাইব। শুভকামনা ছাইব। কারণ এটাতো আমরা প্রথম করছি।
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর শুক্রবার প্রথম রথযাত্রা। তার আগে দিঘায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। সৈকত-শহরে এখন সাজো-সাজো রব।। পুরীর রথযাত্রার মতোই দিঘাতেও সোনার ঝাড়ুতে রাস্তা পরিষ্কার করে শুরু হবে জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথযাত্রা। ইতিমধ্যে ব্যক্তিগত টাকা থেকে দিঘার মন্দির কর্তৃপক্ষকে সোনার ঝাড়ু দান করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, মুখ্যমন্ত্রী এখন বড় হিন্দু সাজার প্রতিযোগিতায় নেমেছেন। আসলে বার্তা দিচ্ছেন RSS-কে দেখ, আমি তোমাদের শেখানো সিলেবাসেই আছি। রাজ্যের অর্থনীতি উচ্ছন্নে যাক, বেকার ছেলেমেয়েদের চাকরি উচ্ছন্নে যাক, আমি তোমাদের যে হিন্দুত্বের স্ট্র্যাটেজি, সেটাতেই থাকব। টরথ-রাজনীতি ২০২৬-র ভোটে কার নবান্নে যাওয়ার রাস্তা প্রশস্ত করে, তার উত্তর ভোটের ফলাফলেই মিলবে!
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
























