এক্সপ্লোর
Ratha Yatra 2025: রথযাত্রার আগে তুঙ্গে প্রস্তুতি, উঠছে জয় জগন্নাথ ধ্বনি, কাতারে কাতারে পুণ্যার্থী দিঘা-পুরীতে
Digha Puri Ratha Yatra 2025 রথের দিনে পুরনো চেহারায় পুরী, সৈকত-শহরে এখন সাজো-সাজো রব, রথযাত্রার আগে তুঙ্গে প্রস্তুতি দিঘাতেও
রথযাত্রার আগে তুঙ্গে প্রস্তুতি, উঠছে জয় জগন্নাথ ধ্বনি, কাতারে কাতারে পুণ্যার্থী দিঘা-পুরীতে
1/10

রথের দিনে পুরনো চেহারায় পুরী, সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। উঠছে জয় জগন্নাথ ধ্বনি, কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন।
2/10

জ্বর হওয়ার পর বলরাম, সুভদ্রা, জগন্নাথদেবকে নবযৌবন বেশ পরানো হয়। আজই নেত্র উৎসব, কাল জগন্নাথদেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ ও সুভদ্রার দর্পদলন বা পদ্মধ্বজের যাত্রা।
3/10

রীতি অনুযায়ী রথের আগের দিন হয় নেত্র উৎসব, নবযৌবন বেশ।তার আগে দিঘায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। সৈকত-শহরে এখন সাজো-সাজো রব।
4/10

রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথমবার সৈকতশহরে রথযাত্রা পালিত হবে। শহরজুড়ে সাজো সাজো রব।
5/10

রথযাত্রার আগে বৃহস্পতিবার দিঘার জগন্নাথ মন্দিরে 'নেত্র উৎসবে' যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পুরীর রথযাত্রার মতোই দিঘাতেও সোনার ঝাড়ুতে রাস্তা পরিষ্কার করে শুরু হবে জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথযাত্রা।
6/10

ইতিমধ্যে ব্যক্তিগত টাকা থেকে দিঘার মন্দির কর্তৃপক্ষকে সোনার ঝাড়ু দান করেছেন মুখ্যমন্ত্রী।
7/10

শুক্রবার সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
8/10

গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষ্যে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন।
9/10

সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৫ মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেও গতকাল পৌঁছে গেছেন দিঘায়।
10/10

আজ দুপুরে রথযাত্রার ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর। রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Published at : 26 Jun 2025 12:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























