Job Scam: আরও বিপাকে জীবনকৃষ্ণ! ৮টি ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ CBI-এর
Recruitment Scam:ব্যাঙ্কে চিঠি পাঠিয়ে বন্ধ করে দেওয়া হল লেনদেন।
প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে বড়ঞার তৃণমূল বিধায়ক। জীবনকৃষ্ণ সাহার ৮টি ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই। এর মধ্য়ে ৫টি বেসরকারি ও ৩টি সরকারি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে। ব্যাঙ্কে চিঠি পাঠিয়ে বন্ধ করে দেওয়া হল লেনদেন।
সিবিআই সূত্রে খবর, ৫টি বেসরকারি অ্য়াকাউন্টের মধ্য়ে ৪টি অ্য়াকাউন্ট মুর্শিদাবাদ ও একটি বীরভূমের সাঁইথিয়া ব্রাঞ্চের।
জীবনকৃষ্ণ সাহার ৮টি ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট সিজ করে দিয়েছে CBI. CBI সূত্রে দাবি, রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি মিলিয়ে এখনও পর্যন্ত ১২টি ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের হদিশ মিলেছে। ৮টি অ্য়াকাউন্টে প্রায় ৭০ লক্ষ টাকা ছিল বলে CBI সূত্রে খবর। জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পরই, CBI-এর নজরে তাঁর ও তাঁর পরিবারের সম্পত্তির খতিয়ান। CBI সূত্রে দাবি, ইতিমধ্য়েই, রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি মিলিয়ে জীবন ও তাঁর স্ত্রীর নামে ১২টি ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের হদিশ মিলেছে। এরমধ্য়ে, জীবনের ৮টি অ্য়াকাউন্টে রয়েছে প্রায় ৭০ লক্ষ টাকা। আর তাঁর স্ত্রীর ৪টি অ্য়াকাউন্টে রয়েছে সাড়ে ৪৩ লক্ষ টাকা। অর্থাৎ, স্বামী-স্ত্রী ২ জনের অ্য়াকাউন্ট মিলিয়ে মোট অঙ্কটা প্রায় ১ কোটি ১৩ লক্ষ
CBI সূত্রে দাবি, ব্য়াঙ্কে চিঠি পাঠিয়ে জীবনের ৮টি অ্য়াকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এই ৮টির মধ্য়ে ৫টি বেসরকারি ও ৩টি সরকারি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট। CBI সূত্রে খবর, ৮টির মধ্য়ে ৭টি অ্য়াকাউন্ট মুর্শিদাবাদের। একটি বীরভূমের সিউড়ির। নিয়োগ কেলেঙ্কারির টাকা এই অ্য়াকাউন্টগুলিতে ঢুকেছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে CBI সূত্রে খবর। আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে জীবনের সম্পত্তি, তারও সন্ধান চালাচ্ছে CBI.সূত্রের খবর, জীবনকৃষ্ণ, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্য়দের নামে কোথায় কোথায়, কত পরিমাণ সম্পত্তি রয়েছে, জানতে রেজিস্ট্রি অফিসেও চিঠি পাঠিয়েছে সিবিআই। এদিকে, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কেন জানানো হয়নি বিধানসভাকে? সেই প্রশ্ন তুলে CBI-কে চিঠি দিলেন স্পিকার।
মোবাইল খুঁজতে হুলুস্থুল:
মুর্শিদাবাদের বড়ঞা-এর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি নিয়ে কার্যত ধুন্ধুমার হয়েছিল। তল্লাশির মাঝেই দুটি মোবাইল ফোন সিবিআইয়ের আধিকারিকদের হাত থেকে কেড়ে নিয়ে বাড়ির পুকুরে ছুড়ে ফেলেছিলেন। তারপর সেই মোবাইল খুঁজতে হুলুস্থুলু পড়ে গিয়েছিল। প্রায় ৩৭ ঘণ্টা পরে একটি মোবাইল, ৬৮ ঘণ্টা পরে আরেকটি মোবাইল পাওয়া যায়। তারপর গ্রেফতার করা হয় জীবনকৃষ্ণ সাহাকে।
আরও পড়ুন: 'তুই বাঁচবি তো?' তৃণমূল সাংসদকে হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ!