Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন ! এবার ভাগ্য খুলল কার ?
কুন্তলের পর জামিন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের , কী খবর পার্থর ?

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন। কুন্তলের পর জামিন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। ED-র পর CBI-এর মামলাতেও বেল।এবার শান্তনুর জামিন।
এদিকে, ফের অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাই মেডিক্যাল বোর্ড গঠন করার জন্য SSKM হাসপাতালকে চিঠি দিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, আর এন টেগোর হাসপাতাল থেকে ফেরার পর, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর পা ফুলেছে। সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না পার্থ চট্টোপাধ্যায়। কী কারণে পা ফুলেছে, তা জানতে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলে SSKM হাসপাতালকে চিঠি দিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, গত শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়ায় মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেন পার্থ চট্টোপাধ্যায়ের আরও এক আত্মীয়। কথায় বলে, যম-জামাই-ভাগনা, তিন নয় আপনা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কার্যত সেই কথাই খেটে গেল!আগেই ইচ্ছেপ্রকাশ করেছিলেন!আদালত তাতে মান্যতাও দিয়েছিল!
অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'রাজসাক্ষী' হলেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। বয়ান রেকর্ড করিয়েছেন ম্য়াজিস্ট্রেটের কাছে। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন,এত খেয়েছে, অর্ধেক তো বদহজমে এদিক ওদিক হয়ে যাবে। এখন ওই বোধহয় জামাই বুঝে গেছে। যদি বদহজম একটু কমে ওইকারণে রাজসাক্ষী হচ্ছেন। ED সূত্রে খবর, শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ED-র রেডারে আসে পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রয়াত স্ত্রীর নামে পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৈরি হওয়া, বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল। যার চেয়ারম্যান করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে।এরপর নিয়োগ দুর্নীতি মামলায় দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে ED দাবি করে,প্রথমে সকুলের জমি কেনা ও পরে সেখানে নির্মাণকাজের জন্য নগদ ১৫ কোটি টাকা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই টাকা খরচ করা হয়েছিল জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে। এই প্রেক্ষাপটে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে এবং ED-এর চার্জশিটে নাম থাকা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যই রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দেন বিচারক।শনিবার সম্পন্ন হয় সেই প্রক্রিয়া।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
