SSC Scam: স্ট্রোকে মৃত্যু চাকরিহারা শিক্ষকের ! প্রেস বিবৃতি দিয়ে দাবি চাকরিহারাদের
Job losers Teacher Prabin Karmakar Death: চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে ক্ষোভ উগরে প্রেস বিবৃতি, কাকে করলেন দায়ী ?

কলকাতা: স্ট্রোকে মৃত্যু চাকরিহারা শিক্ষকের, প্রেস বিবৃতি দিয়ে দাবি চাকরিহারাদের। অমুইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের শিক্ষকের মৃত্যু হয়েছে। 'আমাদের সহযোদ্ধা শিক্ষক প্রবীণ কর্মকার, দুটি কিডনিতে সমস্যা ছিল। চাকরি হারিয়ে চিকিৎসা সংক্রান্ত দুশ্চিন্তাতে জর্জরিত ছিলেন। মুখ্যমন্ত্রীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এই মৃত্যু যন্ত্রণাকে ত্বরান্বিত করেছে। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের একাধিক ব্যক্তি শারীরিক ও মানসিক যন্ত্রণায় আক্রান্ত হয়েছে', দাবি চাকরিহারাদের।
আরও পড়ুন, "আমি এখনও বলব উপায় আছে..." চাকরিহারাদের জন্য রাজ্যকে কোন উপায়ের বার্তা পদত্যাগী সাংসদ জহর সরকারের
এদিন সাংবাদিক সম্মেলনে চাকরিহারাদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল বলেন , 'তিনি জিয়াগঞ্জের একজন শিক্ষক ছিলেন। ইংরেজির শিক্ষক। তিনি গতকাল রাত দেড়টার সময়, পরলোকগমন করেন। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জে। তিনি আমাদেরই একজন সহযোদ্ধা ছিলেন। অবশ্যই কিছু রোগে তিনি ভুগছিলেন, কিন্তু বিগত কয়েকদিন ধরে, তিনি প্রচন্ড দুশ্চিন্তায় ছিলেন। এবং যেহেতু এই প্যানেলটা বাতিল হয়েছে, এবং দুর্নীতির কারণে, চাকরিটা গেছে। তাই তিনি সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারেননি। স্ট্রোকে তিনি মারা গেছেন। তাঁর আত্মার শান্তির উদ্দেশ্যে অবশ্যই আমরা নীরবতা পালন করব পরে।'
চাকরি ফেরত চেয়ে ২৩ দিন ধরে লাগাতার অবস্থান করে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। আর এরই মধ্যে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক চাকরিহারা শিক্ষকের।যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, মানসিক টানাপোড়েনে স্ট্রোক হয়ে ওই চাকরিহারা শিক্ষকের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এটা কয়েকহাজার শিক্ষকের ভবিষ্য়তের সঙ্গে খেলা নয়, পশ্চিমবঙ্গের সম্পূর্ণ শিক্ষা ব্য়বস্থাকে বরবাদ করা।' মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'আপনার রাজ্যে দুর্নীতি তো সবথেকে বেশি।'
নিয়োগ দুর্নীতি নিয়ে নরেন্দ্র মোদি-মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাগযুদ্ধে তেতে রইল বৃহস্পতিবারের বঙ্গ রাজনীতি। আর এই আবহেই শোরগোল ফেলে দিল এক চাকরিহারার স্ট্রোকে মৃত্য়ুর খবর। বৃহস্পতিবারই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে তাঁরা দাবি করেছেন,স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে একজন চাকরিহারা শিক্ষকের। মৃত শিক্ষক ৩৪ বছর বয়সের প্রবীণ কর্মকার অমুইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠে পড়াতেন। বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের হরিদাসনগরে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















