Partha Chatterjee: SSKM-এ অনাস্থা খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর, 'এখানে আমি সুস্থ হচ্ছি না..' ! বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান পার্থ
Partha ON SSKM On Recruitment Scam : এবার SSKM-এ অনাস্থা খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু কেন ?

কলকাতা: একের পর এক দুর্নীতি মামলায় জেরবার শাসকদল (TMC)। অতীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে, হাজিরার দিন অসুস্থ হয়েছেন অনেকেই। শাসকদলের শীর্ষনের্তৃত্বের যারাই অসুস্থ হতেন, তাঁরা সবার প্রথমে SSKM-কেই ভরসা করতেন। সেই তালিকায় অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র- পার্থ চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। গরুপাচার মামলা থেকে শুরু করে সারদা-নারদা মামলার ক্ষেত্রেও তা পরিলক্ষিত হয়েছে। তবে এবার SSKM-এ অনাস্থা খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু কেন ?
'SSKM-এ থেকে আমি সুস্থ হচ্ছি না, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাই'
বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান পার্থ চট্টোপাধ্যায়। 'SSKM-এ থেকে আমি সুস্থ হচ্ছি না। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাই', ব্যাঙ্কশাল আদালতে CBI স্পেশাল কোর্টে আবেদন পার্থর আইনজীবীর। সম্প্রতি প্রেসিডেন্সি জেল সূত্রে খবর এসেছিল, জেলমুক্তির পরই প্য়ানিক অ্য়াটাক হয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়ের। বালুর জামিনের পরই বুকে ব্য়থা শুরু হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর, খবর সূত্রের। পার্থ চট্টোপাধ্য়ায়কে পরীক্ষা করেছিলেন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ। জেল কর্তৃপক্ষের তরফে চিকিৎসার জন্য় SSKM- এ চিঠি দিয়ে মেডিক্য়াল টিম গঠনের কথা বলা হয়েছিল।
প্য়ানিক অ্য়াটাক পার্থর
প্রসঙ্গত, গত বছরের শেষে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI-এর মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর ওইদিনই নিম্ন আদালতে বিচারকের কড়া ভর্ৎসনার মুখে পড়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 'আপনাদের জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে।প্রয়োজনে সারারাত বসে কাজ করুন ', পার্থ চট্টোপাধ্য়ায়দের বিরুদ্ধে চার্জগঠনের শুনানিতে ED-কে এভাবেই ভর্ৎসনা করেছিলেন বিচারক।
আরও পড়ুন, ফের শাসকের রোষানলে আর জি কর-কাণ্ডে সন্তানহারা মা-বাবা !
সিন্ডিকেট কীভাবে কাজ করেছিল ?
গত বছর ১ অক্টোবর, পার্থ চট্টোপাধ্য়ায়কে শোন অ্যারেস্ট করেছিল CBI. এর ৮৮ দিনের মাথায় চার্জশিট পেশ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ৪৫ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছিল ব্যাঙ্কশাল কোর্টে। ৪৫ পাতার চার্জশিটের সঙ্গেই জমা দেওয়া হয়েছিল ১০০০ পাতার নথিও। সেখানে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায় ও অয়ন শীলের সিন্ডিকেট কীভাবে কাজ করেছিল, সেই বিষয়টি উল্লেখ করেছিল সিবিআই।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
