Partha Chatterjee : 'যাদের সঙ্গে কাজ করতাম তাঁরাই শত্রু ছিল, সবাই হাই প্রোফাইল, তাঁদের শাস্তি দিতে চাই', কাদের দিকে ইঙ্গিত পার্থর ?
Recruitment Scam : জামিনের আবেদন খারিজ হওয়ার পর আদালত থেকে বেরিয়ে জেলের পথ ধরার আগে পার্থ চট্টোপাধ্যায় বললেন, ''তাঁর প্রতি আনুগত্য আমার অপরিসীম, ছিল, আছে, থাকবে'।

প্রকাশ সিনহা, কলকাতা : আদালতে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আর বাইরে বেরিয়ে আনুগত্যের বার্তা ! নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেনজিরভাবে যেদিন চার অযোগ্য শিক্ষক গ্রেফতার হলেন সেদিন জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মন্তব্যমালায় কার্যত তোলপাড়।পাশাপাশি তিনি প্রভাবশালী শত্রুদের ষড়যন্ত্রের শিকার ও জামিন পেয়ে তাঁদের শাস্তি দিতে চান বলেও দাবি করেছেন জেলে থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
আদালতে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, SSC তার নিজস্ব নিয়ম অনুযায়ী চলে। মন্ত্রীর সুপারিশ করারও কোনও ক্ষমতা নেই, নিয়োগকর্তাও তিনি নন। বিভিন্ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মুখ্য়সচিবকে রিপোর্ট করেন, মুখ্য়সচিব মুখ্য়মন্ত্রীকে। জেলবন্দি শিক্ষামন্ত্রীর মুখে আদালতে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রীর প্রসঙ্গ উঠে আসা মাত্রই রাজনৈতিক মহলে প্রশ্ন তৈরি হয় পার্থ চট্টোপাধ্য়ায় কোন দিকে ইঙ্গিত করতে চাইলেন ? হঠাৎ তাঁর মুখে মুখ্য়মন্ত্রীর নাম কেন ?তিনি কি বিশেষ কোনও বার্তা দিতে চাইলেন ? রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কি মুখ্যমন্ত্রীর দিকে ইঙ্গিত করতে চাইলেন, এমন জল্পনা যখন জোরালো, তখন ফের একবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর আদালত থেকে বেরিয়ে জেলের পথ ধরার আগে পার্থ চট্টোপাধ্যায় বললেন, ''তাঁর প্রতি আনুগত্য আমার অপরিসীম, ছিল, আছে, থাকবে'।
এদিন আদালতে অবশ্য নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায় আরও বিস্ফোরক দাবি করেন । বিচারককে তিনি বলেন, আমি যাদের সঙ্গে কাজ করতাম তাঁরাই শত্রু ছিল। সবাই হাই প্রোফাইল। তাঁদের শাস্তি দিতে চাই। আমি ৫টি দফতরের দায়িত্বে ছিলাম। একাধিকবার মন্ত্রিত্ব বদল করা হয়েছে। এদিন আদালতে একেবারে পিছনের সিটে বসেছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। জানান তিনি কিছু বলতে চান। এরপরই তাঁকে সামনের সারিতে নিয়ে আসা হয়। যারপরই একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। মরিয়া আবেদন জানান জামিনের। যদিও তা নাকচ হয়েছে।
প্রসঙ্গত, এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট মেমোয় ইডি (ED) দাবি করে, গ্রেফতারির পর মোট ৪ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন পার্থ। কিন্তু সাড়া পাননি। এবার আদালতে পার্থ চট্টোপাধ্য়ায়ের মুখে মুখ্য়মন্ত্রীর প্রসঙ্গ ওঠায় ফের শুরু হয়েছে জল্পনা। আর কতদিন আমায় জেলে রাখবেন? আদালতে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকে দেখে এদিন প্রশ্ন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তখনই মুচকি হেসে পাশ দিয়ে বেরিয়ে যান সিবিআইয়ের (CBI) তদন্তকারী আধিকারিক।
আরও পড়ুন- টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন






















