SSC Scam: শিক্ষামন্ত্রীর থেকেই জবাব চাইব, ওটা না পেলে আন্দোলন ছাড়ছি না, ছাড়ব না: চাকরিহারাদের প্রতিনিধি
SSC Job Loser Representative Bratya Basu's Clarification: SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষ, সমাধান সূত্র মিলল কি ? বড় বার্তা চাকরিহারাদের প্রতিনিধির

কলকাতা: কারা কারা যোগ্য, কারা কারা স্কুলে যেতে পারবেন? DI-দের কাছে তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর, খবর সূত্রে। এদিকে এনিয়ে ক্ল্যারিফিকেশন চাইতে SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেন চাকরিহারাদের প্রতিনিধিরা। তবে ইতিমধ্যেই SSC চেয়ারম্যানের সঙ্গে সেই বৈঠক শেষ। দাবি মেনে নেওয়া হল কি ? বাইরে বেরিয়ে এসে সাংবাদিক সামনে এসে প্রতিক্রিয়া দিলেন চাকরিহারাদের প্রতিনিধি। স্পষ্ট বললেন, শিক্ষামন্ত্রীর থেকেই জবাব চাইব, ওটা না পেলে আন্দোলন ছাড়ছি না, ছাড়ব না !
আরও পড়ুন, তীব্র গরমের মাঝেই অবস্থানে অটুট চাকরিহারারা, জুনিয়র ডাক্তারদের তরফে খাওয়ানো হল ORS !
চাকরিহারাদের প্রতিনিধি বলেছেন, ;আমরা চেয়েছিলাম, আমাদের দাবিগুলি রাখতে। আজকে যে জন্য হঠাৎ করে যেতে হল, যে DI অফিসের নোটিফিকেশন আমরা পেয়েছিলাম। ..আল্টিমেটলি যেটা আমরা জানলাম, দেখলাম, গতকাল যে বিষয়টা হয়েছিল, যে 3rd কাউন্সিলিংয়ের পর থেকে বাকি কাউন্সিলিংগুলির শিক্ষক-শিক্ষিকারা স্কুল যেতে পারবেন না। টেন্টেড নয়, কিন্তু অবৈধর মধ্যে পড়ছে। এরকমটা উনি ভেবেছিলেন, বা করবেন বলছিলেন। সেই জায়গাতেই আমরা সম্মত হইনি। আজ সেই জায়গাটা ক্লিয়ার করে বললেন, এর মধ্যে আর কাউন্সিলিংয়ের ব্যারিয়ার নেই, সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা, স্যালারি পাবেন। ৩১.১২.২০২৫ অবধি তাঁরা স্কুলে যেতে পারবেন। আমরা শুধু এতেই কি সন্তুষ্ট ? একদমই নই। কারণ আমরা বেতন নেব শুধু মাত্র ৮ মাসের জন্য, তারপর আমাদের তাড়িয়ে দেবে, এটা তো হতে পারে না। '
তিনি আরও বলেন, ;প্রথমে একটা কনক্লুশনে এসেছি। যেটা একটা টেনশন ছিল, সেটা কোথাও গিয়ে একটু দূর হল। কিন্তু আমাদের তো শেষঅবধি আদালতে জয়ী হতে হবে। চাকরিটায় পুনর্বহাল থাকতে হবে। সেই জায়গায় যোগ্য-অযোগ্যের যে সার্টিফায়েড লিস্ট, সেই লিস্ট যেহেতু মিনিস্টার ইনচার্জ, আমাদের শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, রিভিউয়ের আগে সেটা দেওয়া হবে না। তাই চেয়ারম্যান স্যার ওই বক্তব্যের মধ্যে ঢুকতে পারেননি। তাই এই ক্ল্যারিফিকেশনটা নিশ্চয়ই শিক্ষামন্ত্রীর থেকেই চাইব। আমরা ওটা না পেলে, এই রাস্তার আন্দোলন ছাড়ছি না, ছাড়বো না।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















