Remal Cyclone Effect : ট্রেন চলাচল শুরু শিয়ালদা দক্ষিণ শাখায়, ছাড়ল ক্যানিং লোকাল
Train Service Disrupted : সকাল থেকে শিয়ালদা দক্ষিণে বন্ধ ছিল ট্রেন। অবশেষে সকাল ৯টার পর ট্রেন ছাড়ার ঘোষণা হলেও ট্রেন ছাড়েনি সকাল ৯ টা ৩৫ পর্যন্ত।
সন্দীপ সরকার, কলকাতা : কাতারে কাতারে ভিড়। অধীর আগ্রহ। গন্তব্যে পৌঁছতে না পেরে সপ্তাহে প্রথম কাজের দিনও হাহাকার। রেমাল বিপর্যয়ের ( Remal Update ) প্রভাব পড়েছে সোমবারও ট্রেন চলাচলে। সকাল থেকে শিয়ালদা দক্ষিণে ( Sealdah South ) বন্ধ ছিল ট্রেন। অবশেষে সকাল ৯টার পর ট্রেন ছাড়ার ঘোষণা হলেও ট্রেন ছাড়েনি সকাল ৯ টা ৩৫ পর্যন্ত। তারপর অবশেষে ছাড়ল ট্রেন। গড়াল চাকা ক্যানিং লোকালের।
কোন কোন ট্রেন ছাড়ার পথে ?
শিয়ালদা স্টেশনের ঘোষণা অনুসারে প্রথমে ছাড়ল আপ ক্যানিং লোকাল। এরপর একে একে ছাড়বে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, সোনারপুর, বজবজ লোকাল। আস্তে আস্তে ছন্দে ফিরবে পরিষেবা। এদিকে মেট্রো পরিষেবাও ভীষণভাবে ব্যাহত।
শুরু বিমান পরিষেবাও
অন্যদিকে, গতকাল বেলা ১২টা থেকে বন্ধ থাকার পর কলকাতা বিমান বন্দর থেকে চালু হল বিমান পরিষেবা। চালু হওয়ার কথা ছিল সোমবার সকাল ৯টায়। কিন্তু নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণেই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় বিমান বন্দর কর্তৃপক্ষ। সকাল ৮.৩০ থেকেই চালু হয়ে যায় বিমান ওঠা-নামার প্রক্রিয়া। তবে পুরোপুরি স্বাভাবিক হতে সারাদিন লেগে যেতে পারে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। রবিবার প্রায় ৪০০ উড়ান বাতিল হয় ।
সড়কেও যাত্রী হয়রানি
শুধু ট্রেন পরিষেবা নয়, সড়ক পথেও সমস্যার শেষ নেই। সল্টলেকের AA ব্লক, AC ব্লক, FD ব্লক-সহ বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যাতায়াতে সমস্যায় পড়েছেন এখানকার বাসিন্দারা। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘক্ষণ কেটে গেলেও পুরসভার তরফে রাস্তা পরিষ্কার না হওয়ায় ক্ষুব্ধসল্টলেকের বাসিন্দারা। AC ব্লকের ২৮ নম্বর বাড়ির সামনে গাছ ভেঙে বিপত্তি। ল্যাম্পপোস্ট আর বাড়ির বিপজ্জনকভাবে হেলে পড়েছে গাছ। FD ব্লক মার্কেট জলমগ্ন। বেশিরভাগ দোকান বন্ধ। এর মধ্যেই চলছে কেনাকাটা।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনেও ব্যাহত কলকাতাতের জনজীবন। ঝড়ের দাপটে একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ। ছিঁড়েছে বিদ্য়ুতের তার। ক্য়ামাক স্ট্রিটে ভেঙে পড়েছে পাঁচিল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শরৎ বোস রোডে হেলে পড়েছে সিগন্য়াল পোস্ট। এন্টালির বিবি বাগানে চাঙড় খসে মৃত্য়ু হয়েছে এক ব্য়ক্তির। সবমিলিয়ে শহর জুড়ে রেমালের তাণ্ডব - চিত্র।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: