RG Kar Case: বৈঠকে গেলেও বোঝাপড়ায় যাচ্ছি না, জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকেরা
Junior Doctor Response WB Govt Meet : মুখ্যসচিবের আবেদনে সাড়া, স্বাস্থ্য ভবন যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, কী প্রতিক্রিয়া ?
কলকাতা: মুখ্যসচিবের আবেদনে সাড়া, স্বাস্থ্য ভবন যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 'বৈঠকে গেলেও বোঝাপড়ায় যাচ্ছি না। কোনওরকম রফা করতে যাচ্ছি না', জুনিয়র ডক্টরদের তরফে জানিয়ে দিলেন দেবাশিস হালদার।
এদিন দেবাশিস হালদার বলেন, ৭ টা ৪৫ মিনিটের মধ্য়ে স্বাস্থ্য ভবনে, পৌঁছনোর কথা বলা হয়েছে। এবং কয়েকটা কথা আমরা জানিয়ে দিতে চাই, যদিও কয়েকটা জিনিস বলতে পারছি না। আমরা বুঝতে পারছিলাম, আমাদের আন্দোলন, সেই আন্দোলন যে, গণ আন্দোলন, তার চাপ সরকারের উপর পড়ছে। সিনিয়র চিকিৎসকেরা যে গণ ইস্তফা দিচ্ছেন, এত হাজার হাজার মানুষ আমাদের পাশে আসছেন, সেই চাপ সরকারের উপর পড়ছে। কিন্তু কয়েকটা কথা আমরা এখনও বুঝতে পারছি না। যে স্টেট টাস্ক ফোর্স, যার মূল দায়িত্বে আছেন মুখ্যসচিব, আমাদের যে দশ দফা দাবি রয়েছে, তার মধ্যে যে দু নম্বর দাবি, প্রিন্সিপল হেলথ সেক্রেটারি, তাঁকে অপসরণের দাবি, সেটা আদৌ মুখ্যসচিব করতে পারেন কি পারেন না ? আমরা সেটা জানি না। তবু তার পরেও, এই আমাদের আমরণ অনশনরত সহযোদ্ধারা রয়েছেন, তাঁদের স্বাস্থ্যের কথা ভেবে, প্রত্যেকে যেমন উদ্বিগ্ন, আমরা ততটাই উদ্বিগ্ন। যদিও তাঁদের মানসিক জোর, অটুট।
দেবাশিসের সংযোজন, 'কিন্তু আমরা মনে করি, এই যে একটা আলোচনার জায়গায়, মুখ্যসচিবের পক্ষ থেকে আসতে বলা হয়েছে, সেখানে না যাওয়া মানে, আমাদের এই সহযোদ্ধাদের সঙ্গে একটা অন্যায় করা। এবং তাঁদের আমরা মতামতও নিয়েছি। এবং তাঁদের মতামত অনুযায়ী আমরা এই বৈঠকে যোগ দিতে চলেছি।কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি, আমরা জানি না ওখানে গিয়ে ঠিক কী হবে , আমরা ওখানে যাচ্ছি, আজকে আমাদের যে অনশনরত সহযোদ্ধারা রয়েছেন, তাঁদের যে দাবি, সেগুলি আরও একবার কানে পৌঁছতে যাচ্ছি।'
আরও পড়ুন, জুনিয়র ডাক্তারদের মেল মুখ্যসচিবের, অনশনের ৪দিনের মাথায় আজ পৌনে আটটায় বৈঠকের ডাক
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।