Mamata On RG Kar Case: এটা আমার শেষ চেষ্টা : মুখ্যমন্ত্রী
Mamata On Junior Doctor Protest RG Kar Case: জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
কলকাতা: স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee On RG Kar Protest)। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে এদিন ধর্না মঞ্চে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, 'এটাই আমার শেষ চেষ্টা, ভরসা করলে বিচার পাবেন।'
'আমি আন্দোলনের ব্যথা বুঝি, আর কষ্ট না করে কাজে ফিরুন'
এদিন তিনি বলেন,'আমি আন্দোলনের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। আমার পোস্ট বড় কথা নয়, মানুষের পোস্ট বড় কথা। কাল ঝড়-জলে আপনারা কষ্ট করে বসে ছিলেন, আমিও কষ্ট পেয়েছি। আপনারা ৩৩-৩৪ দিন রাস্তায় বসে আছেন, আমিও জেগে থেকেছি। আর কষ্ট না করে কাজে ফিরুন। প্রতিশ্রুতি দিচ্ছি, কথা বলে আপনাদের দাবি নিয়ে চিন্তাভাবনা করব। আমাকে একটু সময় দিন।'
'যদি কেউ দোষী হয়, নিশ্চয়ই শাস্তি পাবে'
তিনি আরও বলেন, 'যদি কেউ দোষী হয়, নিশ্চয়ই শাস্তি পাবে। আপনাদের প্রতি আমি কোনও অবিচার করব না। আর জি কর মেডিক্যাল সহ সব মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। কেউ আমার বন্ধু নয়, শত্রুও নয়। আমি নিহত নির্যাতিতার বিচার চাই। আমি চাই, দোষীদের যেন ৩ মাসের মধ্যে ফাঁসি হয়। কোনও ডাক্তারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করব না।'
'এটাই আমার শেষ চেষ্টা..'
মুখ্যমন্ত্রী আরও বলেন,'আমি উত্তরপ্রদেশ পুলিশ নই। কোনও রোগী কল্যাণ সমিতি কী করছে, আমি জানি না। যদি কেউ কোনও দোষ করে, সে শাস্তি পাবেই। আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, আপনাদের দিদি হিসেবে এসেছি। ১৭ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি আছে, আমি চাই না আপনাদের ক্ষতি হোক। কাজে ফিরুন, আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিন। এটাই আমার শেষ চেষ্টা, ভরসা করলে বিচার পাবেন।'
আরও পড়ুন, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।