SC On RG Kar Case: 'সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি', অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত রাজ্যের : সুপ্রিম কোর্ট
SC On Victims Picture In Social Media On RG Kar Case: আরজি কর কাণ্ডে 'নির্যাতিতাকে নিয়ে কালই ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে' ! কী নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ?
নয়াদিল্লি: আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা-সহ সারা দেশ। ভারতে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার নাম-পরিচয়, ছবি প্রকাশ্যে আনা সর্বক্ষেত্রেই আইনত নিষিদ্ধ। কিন্তু এই ঘটনার পর প্রতিবাদ জানাতে গিয়ে এটি অনেকক্ষেত্রেই লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা হয়েছে। 'সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি', অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের। বৃন্দা গ্রোভার জানিয়েছেন, নির্যাতিতাকে নিয়ে কালই ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে।'এরপরেই আরজি কর মামলায় প্রধান বিচারপতির বার্তা, 'অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারের।সিনেমার মুক্তি আটকাতে আইন পদক্ষেপ নিন'।
'নির্যাতিতাকে নিয়ে কালই ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে' !
আর জি কর-মামলায় এদিন সুপ্রিম কোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। চিকিৎসকদের সুরক্ষার দাবিতে আদালতে আইনজীবীদের সওয়াল। এদিন চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার জানিয়েছেন, 'সামাজিক মাধ্যমে নির্যাতিতার ছবি-সহ বিভিন্ন মন্তব্য প্রকাশিত হচ্ছে। পরিবার সমস্যার সম্মুখীন হচ্ছেন, নোডাল অফিসার নিয়োগ করা হোক।' এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন, 'নির্যাতিতাকে নিয়ে কালই ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে। এরপরেই, সিনেমার মুক্তি আটকাতে আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
'৭জনের বিরুদ্ধে তদন্তে সিবিআই, তারা এখনও কাজে কর্মরত?'
'৭জনের বিরুদ্ধে তদন্তে সিবিআই, তারা এখনও কাজে কর্মরত? আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই স্ক্যানারে, তারা এখনও ক্ষমতায়। তারা ক্রাইম সিনেও ছিলেন, অবিলম্বে সাসপেন্ড করা উচিত, বলেন করুণা নন্দী। এদিন ইন্দিরা জয়সিংহ বলেন, এটা কোনও সাধারণ খুনের ঘটনা নয়।'চিকিৎসকদের আস্থা অর্জনে ৭জনকে সাসপেন্ড করা উচিত। সাসপেন্ড না করা হলে ৭জনকে ছুটিতে পাঠানো হোক। এখনও তারা ক্ষমতাসীন থাকলে কী করে কাজে ফিরবেন ডাক্তাররা?', আর জি কর-কাণ্ডে প্রশ্ন চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহের। ৫জনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, যদিও দাবি জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী।
আরও পড়ুন, আজই সন্দীপ-অভিজিৎকে হেফাজতে পাচ্ছে না CBI, আরজি কর-মামলায় জানাল শিয়ালদা কোর্ট
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।