RG Kar Case: বিচার চেয়ে এবার CBI অধিকর্তার দ্বারস্থ অভয়ার পরিবার, কী বললেন নিহত চিকিৎসকের মা ?
Victim Family Meet CBI On RG Kar Case Update: CBI অধিকর্তার সঙ্গে সাক্ষাতের পর কী দাবি অভয়ার মায়ের ?

কলকাতা: বিচার চেয়ে এবার CBI অধিকর্তার দ্বারস্থ অভয়ার পরিবার। দিল্লিতে CBI অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ নিহত চিকিৎসকের মা-বাবার। 'CBI বলছে, সঞ্জয় রায় একাই দোষী, আমরা এটা বিশ্বাস করি না', CBI অধিকর্তার সঙ্গে সাক্ষাতের পর দাবি অভয়ার মায়ের।
আরও পড়ুন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পড়েছে অন্য অ্যাকাউন্টে ! বিস্ফোরক অভিযোগ মহেশতলায় ৬০ উপভোক্তার
'এটা আমরা যেমন মা-বাবা হিসেবে মানি না, তেমন আমার দেশের ১৪০ কোটি লোকও, সেটা মানে না..'
এদিন অভয়ার মা বলেন, সিবিআই এর ডিরেক্টর বলছেন যে, আমাদের, সাপ্লিমেন্টারি চার্জশিট দেব..তিন বার বলেছেন। ..কিন্তু এখন আমাদের যে ইনভেস্টিগেটিভ অফিসার, ওনারা বলছেন, সঞ্জয় রায় একাই করেছে, আর কেউ, কোনও এই ধর্ষণের ঘটনায় জড়িত নয়। এটা আমরা যেমন মা-বাবা হিসেবে মানি না, তেমন আমার দেশের ১৪০ কোটি লোকও, সেটা মানে না। তাই আমরা বললাম এখানে আসার সময়টাই এখানে নষ্ট হয়েছে।' নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন ,' মুখ্য়মন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন, যাতে আমরা বিচার না পাই, সেই যে চেষ্টা চালাচ্ছেন। মুখ্য়মন্ত্রীকে ১৪ তলা থেকে নামনোর জন্য়ই আমরা নবান্ন অভিযান করছি।'
'অমিত শাহকে যে চিঠি দেওয়া হয়েছিল, তার উত্তরও মেলেনি..'
গত বছর ২২ অক্টোবর, অমিত শাহকে চিঠি লেখেন নিহত চিকিৎসকের বাবা।২৭ অক্টোবর, আর জি কর-কাণ্ডের পর প্রথমবার পশ্চিমবঙ্গে আসেন অমিত শাহ। প্রায় ১৭ ঘণ্টা রাজ্যে থাকলেও নিহত চিকিৎসকের মা-বাবা তাঁর সাক্ষাতের সময় পাননি। নির্যাতিতার পরিবার সূত্রে দাবি, অমিত শাহকে যে চিঠি দেওয়া হয়েছিল, তার উত্তরও মেলেনি। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার ইচ্ছে প্রকাশ করেন নিহত চিকিৎসকের মা।
'আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাঁর সঙ্গে কথা বলতে চাই,যদি উনি..'
সেসময় নিহত চিকিৎসকের মা বলেছিলেন, প্রধানমন্ত্রীর কাছে আর্জি রাখব, যে, যদি আমার মেয়ের ন্য়ায় বিচারের জন্য় আমি একটু আমাদের সর্বোচ্চ অভিভাবক, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাঁর সঙ্গে কথা বলতে চাই, যদি উনি ওঁর মূল্য়বান সময় থেকে আমার জন্য় একটু সময় বের করে আমায় সময় দেন, তাহলে আমি খুব আমি কৃতজ্ঞ থাকব ওঁর কাছে।' এবার নতুন আশা নিয়ে ফের দিল্লির দ্বারস্থ হচ্ছেন অভয়ার মা-বাবা। মেয়েকে হারিয়েছেন। বিচারের জন্য় আর কতদিন অপেক্ষা করতে হবে? একবছর পরও সেই প্রশ্নের উত্তর নেই সন্তান হারা মা-বাবার কাছে।






















