RG Kar Protest: তাঁরাও হারিয়েছেন মেয়েকে, চিকিৎসা-ভোগান্তি সত্ত্বেও আন্দোলনের পাশে বারাসতের এই দম্পতি
RG Kar Update: বেঙ্গালুরুর মেসে মৃত অবস্থায় মিলেছিল তাঁদের মেয়ের দেহ। একাধিক অভিযোগ সত্ত্বেও আত্মহত্যা বলে ধামাচাপা দিয়েছে পুলিশ, আর জি কাণ্ড নিয়ে কী বললেন সেই বাবা-মা?
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: আর জি কর হাসপাতালে, নিজের কাজের জায়গাতেই মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন তরুণী চিকিৎসক। সরকারি মেডিক্যাল কলেজের মধ্যেই চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় সারা রাজ্য়। ঘটনার প্রতিবাদে আর জি কর মেডিক্যাল কলেজ-সহ নানা জায়গায় কর্মবিরতির রাস্তায় গিয়েছেন জুনিয়র ডাক্তার, ট্রেনি, ইন্টার্নরা। নাকাল হচ্ছেন বহু রোগী ও রোগীর আত্মীয়। কিন্তু এমন মর্মান্তিক ও ঘৃণ্য় ঘটনায় ভোগান্তিতে পড়েও চিকিৎসকদের প্রতিবাদের পাশে দাঁড়াচ্ছেন অনেক রোগী পরিবার। তাঁদের মধ্যেই রয়েছে বারাসতের এক দম্পতি। তাঁদের নিজেদের জীবনেও রয়েছে মর্মান্তিক এক ঘটনা।
RG কর হাসপাতালের আউটডোরে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হলেও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতি সহমর্মিতা জানালেন বারাসত থেকে আসা রোগী। ওই দম্পতির মেয়ে ২০২২ সালে ফ্যাশন ডিজাইনিং পড়তে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। সেখানেই মেস থেকে উদ্ধার হয়েছিল ২২ বছরের ওই তরুণীর দেহ। খবর পেয়ে বেঙ্গালুরু পৌঁছন তাঁরা। ওই দম্পতির অভিযোগ, তাঁরা অভিযোগ করলেও সেখানকার পুলিশ কোনও সাহায্য করেনি, আত্মহত্য়া বলে চালিয়েছে। আর জি করের ঘটনাতেও নিজেদের জীবনের সঙ্গে মিল পাচ্ছেন সেই দম্পতি। এই ঘটনা দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
নিজের মেয়ের পরিণতির প্রসঙ্গ তুলে ওই তরুণীর মা বলেন, 'ধরা পড়েছিল একজন। ধামাচাপা দিয়ে দিয়েছে। পুলিশ ছেড়ে দিয়েছে। আত্মহত্যা বলে দিয়েছে। এই কেসেরও কোনও সুরাহা হবে বলে মনে হয় না। অপরাধীরা ঘুরে বেড়াবে চোখের সামনে। কারণ পুলিশি নিরাপত্তা খুব দুর্বল।' তাঁর অভিযোগ, 'আমার মেয়ে যে মোবাইল ফোন ব্যবহার করত, ওটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেয়ের মাথায় আঘাত ছিল। আমি পুলিশের হাতে-পায়ে ধরেছিলাম।' আর জি কর কাণ্ডেও প্রথমে বাড়ির লোককে আত্মহত্যা বলে জানানো হয়েছিল। সেই প্রসঙ্গেও ক্ষোভ শোনা যায় ওই তরুণীর মায়ের গলায়। তিনি বলেন, 'এখানে কী করে বলে আত্মহত্যা হয়েছে তাড়াতাড়ি আসুন। সে জানল কী করে? কী করে বলে? উনি দেখেছিলেন? ধামাচাপা দেওয়ার জন্য কী করে বলল আত্মহত্যা? ওঁরও তো সংসারে ছেলে-মেয়ে আছে, কী করে বলে? ওঁর চাকরিটাই বড় হল? সমাজের কাজটা বড় নয়?' সোদপুরের যে বাবা-মা তাঁদের মেয়েকে হারিয়েছেন, নিজেদেরও অনেকটা একইরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাই নিহত চিকিৎসকের বাবা-মায়ের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন মেয়ে হারানো এই দম্পতিও।
দ্রুত অপরাধীদের কঠিন শাস্তি দাবি করেছেন ওই দম্পতি। তারপরেও মেয়ে হারানো মায়ের আক্ষেপ, 'আইন ব্য়বস্থা যদি ঠিক হয় তাহলে মনে হয় না এরকম আর হবে। কিন্তু ওরকম তো নয়। শুধু পশ্চিমবঙ্গ নয়, আমি মনে করি সব রাজ্যেই পুলিশ আর শাসন ব্যবস্থা খুব দুর্বল।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Medical College: CBI নোটিশ দিতেই আর জি করে বন্ধ চেস্ট মেডিসিন বিভাগে সংস্কার!