RG Kar News Live Update: সন্দীপ ঘোষের জমানায় হাসপাতালে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ
We Want Justice: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে শুনানি।

Background
কলকাতা : হাত দিয়ে শ্বাসরোধের ফলেই মৃত্যু হয়েছে আর জি কর মেডিক্য়াল কলেজের তরুণী চিকিৎসকের। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে উঠে এল এমনই তথ্য। যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
দুই গালে অজস্র ক্ষতচিহ্ন। ঠোঁটের বাইরে, ভিতরে একাধিক আঘাত। ডান দিকের চোয়ালে ক্ষতচিহ্ন। নাক ও ঠোঁটের মাঝের অংশেও আঘাতের দাগ। যৌনাঙ্গে... ঘাড়ে, গলায়, কাঁধে, হাতে, বাঁ পায়ের হাঁটু - সর্বত্র ক্ষত। খুলির নীচে ও ফুসফুসেও মিলেছে রক্তক্ষরণের চিহ্ন।
আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ময়নাতন্তের রিপোর্টে এমনই তথ্য উঠে আসছে। ময়নাতন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, হাত দিয়ে শ্বাসরোধের ফলে মৃত্যু হয়েছে। পাশাপাশি নাক-মুখ চাপা দিয়েও শ্বাসরোধ করা হয়েছিল।
ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে শ্বাসরোধ করার কারণে মৃত্যু। মৃত্যুর ধরন খুন। যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানোর মেডিক্যাল প্রমাণও রয়েছে। মৃতদেহ ব্যবচ্ছেদের পর যে সমস্ত আঘাতের প্রমাণ মিলেছে, সেগুলির সবক'টিই মৃত্যুর আগের বলে রিপোর্টে উল্লেখ করেছেন তদন্তকারী চিকিৎসকরা। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাদা রঙের গাঢ় দেহরস সংগ্রহ করা হয়েছে। যার ওজন ১৫১ গ্রাম।
ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভিসেরা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে রক্ত, মাথার চুল, নখ ও যৌনাঙ্গের নমুনা। যা সিল করে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।
RG Kar LIVE News Updates: আর জি করে আধাসেনা
তদন্তভার আগেই গেছিল কেন্দ্রীয় এজেন্সি CBI-এর হাতে। এবার আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের নিরাপত্তাও গেল কেন্দ্রীয় বাহিনীর হাতে। আর জি কর-কাণ্ডের তদন্ত নিয়ে কলকাতা পুলিশের ওপর আস্থা রাখেনি কলকাতা হাইকোর্ট। নিরাপত্তা নিয়ে রাজ্য় প্রশাসনের ওপর আস্থা রাখল না সুপ্রিম কোর্টও। ২২ অগাস্টের মধ্যে CBI-এৎ কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছে সর্বোচ্চ আদালত।
RG Kar News LIVE Updates: পুলিশ-হাসপাতালকে 'প্রশ্ন-বাণ'
তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন আত্মহত্যা? FIR করতে এত দেরি হল কেন? সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে কী করে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল? তরুণী-চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায়, আর জি কর মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, কড়া প্রশ্নের মুখে পড়তে হল পুলিশকেও।






















