RG Kar Doctor Death Update: 'আপনি প্রভাবশালী ব্যক্তি...', সন্দীপ ঘোষের পুলিশি নিরাপত্তার দাবি নিয়ে কী বলল হাইকোর্ট?
RG Kar Incident: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকে ধর্ষণ-খুন কাণ্ডে আতসকাচের তলায় রয়েছে সন্দীপ ঘোষের ভূমিকা।
কলকাতা: পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি, আগে মামলা দায়েরের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। আজকেই কোনও নির্দেশ দিলেন না বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সোমবার শুনানির সম্ভাবনা।
এরই মধ্য়ে এদিন নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর জি কর সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে। সেখানে সওয়াল জবাবে উঠে আসে এই প্রসঙ্গ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তাঁর পরিবারের নিরাপত্তা চান তাঁর আইনজীবী। তিনি বলেন, 'CBI আমার মক্কেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, তিনি যাবেন। তাঁকে নিরাপত্তা দেওয়া হোক।' সেই সময় প্রধান বিচারপতি বলেন, 'আমরা আপাতত দেখেছি সন্দীপ ঘোষ প্রভাবশালী ব্যক্তি। পুলিশি নিরাপত্তা চান। পুলিশ আপনাকে নিশ্চয়ই নিরাপত্তা দেবে। রাজ্য তো আপনাদের সঙ্গেই আছে, আপনার বাড়িতে ৫০০ পুলিশ মোতায়েন করে দেব। যদি রাজ্য না দেয় আদালতে জানান, কেন্দ্রীয় বাহিনীকে অনুরোধ করব সন্দীপ ঘোষের বাড়ি পাহারা দিতে।' প্রধান বিচারপতি আরও বলেন যে, 'CBI অফিসে যাওয়ার জন্য আপনাকে রাজ্য নিরাপত্তা দেবে। আপনি যদি তারপরেও নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে CB- কে আপনার বাড়িতে ডাকুন। তারাও এসে আপনার বাড়ি দেখে যাক।'
আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় হাইকোর্টের কড়া সমালোচনার মুখে পড়ল রাজ্য পুলিশ ও প্রশাসন। রাজ্যের তরফে সওয়ালে বলা হয় ৭০০০ মানুষের জমায়েত হয়েছিল। সেই সওয়াল-জবাবের সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, '১০০ জন মানুষের জমায়েত হলে পুলিশ জানতে পারে। এখানে ৭ হাজার মানুষ এল আর আপনারা জানতে পারলেন না। এটা বিশ্বাস করা কঠিন।' কেন হাসপাতালে এই হামলা রোখা গেল না- তা নিয়েও প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতি বলেন, 'এটা প্রশাসনের ব্যর্থতা, পুলিশ নিজেদের রক্ষা করতে ব্যর্থ। অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক পরিস্থিতি। ওই এলাকা আগে থেকেই কেন ঘিরে ফেলা হল না?' কেন ওই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হল না, রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রাখিবন্ধনের তিথিতে বিরল শুভযোগ! এই ৪ রাশির ভাগ্যে 'বাম্পার লটারি'