RG Kar Doctor's Death: 'RG Kar কাণ্ডে মৃত নির্যাতিতার পরিবারকে চাকরি দিন..', শাহকে চিঠি তৃণমূলের সুখেন্দুর
TMC Sukhedu Letter To Ami Shah On RG Kar: কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের..
![RG Kar Doctor's Death: 'RG Kar কাণ্ডে মৃত নির্যাতিতার পরিবারকে চাকরি দিন..', শাহকে চিঠি তৃণমূলের সুখেন্দুর RG Kar Doctor s Death Mystery Murder Case TMC MP Sukhendu Sekar lettering to Union Minister Amit Shah claim for Government Job to Victims Family RG Kar Doctor's Death: 'RG Kar কাণ্ডে মৃত নির্যাতিতার পরিবারকে চাকরি দিন..', শাহকে চিঠি তৃণমূলের সুখেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/17/c5c6080a40471459eb33bdf4a6f420621723862569414484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের।নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি তৃণমূল সাংসদের। নারী নির্যাতনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে আইনি সংস্থানের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, 'প্রত্যেক জেলায় অন্তত ৩টি করে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে। নির্যাতিতাকে ৬ মাসের মধ্যে বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্যাতিতাকে ৫০ লক্ষ টাকা সাহায্য ও সরকারি চাকরির ব্যবস্থা। নির্যাতিতার মৃত্যু হলে পরিবারকে ৫০ লক্ষ টাকা সাহায্য দিতে হবে। মৃত নির্যাতিতার পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে।'
আর জি কর মেডিক্য়ালে নারকীয় ঘটনায় এবার তরুণী চিকিৎসকের সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্য়মন্ত্রী। বললেন, রাত ৩টে থেকে সকাল ৯টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় চিকিৎসকের কোনও খোঁজ পাওয়া গেল না, অথচ কেউ কোনও খোঁজ নিল না কেন? ঘটনায় দোষীর ফাঁসি চেয়ে, এদিন মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্য়মন্ত্রী। ৩৪ বছরের বাম শাসনকাল এবং একাধিক বিজেপি শাসিত রাজ্য়ের নৃশংসতার উদাহরণ টেনে, বাম-বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড়। এই ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে দিল্লি AIIMS রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। PGI চণ্ডীগড়ের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনও CBI তদন্তের দাবি জানিয়েছে।চিঠিতে উল্লেখ, যারা ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং মহিলা চিকিৎসকদের শুধুমাত্র দিনের বেলায় ডিউটি দিতে হবে।
আরও পড়ুন, RG Kar কাণ্ডের প্রতিবাদে আজ থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক IMA-র
পেডিয়াট্রিক সার্জারি অ্যাসোসিয়েশন এই ঘটনাকে নির্ভয়াকাণ্ডের থেকেও নৃশংস বলে দাবি করে মহিলা চিকিৎসকদের জন্য নিরাপদ পরিবেশের দাবি জানিয়েছে। সরব হয়েছে RSS পন্থী চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিক্যাল অর্গানাইজেশন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তারা চিকিৎসকদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা আইনের দাবি তুলেছে। একই দাবি জানিয়েছে দিল্লির সফদরজং হাসপাতালের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)