RG Kar Doctor's Death: RG করে আর্থিক অনিয়মে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত : শুভেন্দু অধিকারী
Suvendu Attacks Mamata On RG Kar Financial Irregularity: আরজিকরে আর্থিক অনিয়মের মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন শুভেন্দু অধিকারী, কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা ?
কলকাতা: আরজিকর কাণ্ডে প্রশ্নের মুখে প্রশাসন। রাজ্য তথা দেশ ছাড়িয়েও প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে এখন বিদেশে। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ইস্যুর সঙ্গে সঙ্গেই আরও একাধিক বিষয়ে প্রশ্ন উঠেছে। আর এবার আরজিকরে আর্থিক অনিয়মের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী (CM Mamata Banerjee) করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)।
এদিন শুভেন্দু বলেন, 'ফিনানশিয়াল ইরেগুলিটির ( Financial irregularity )সঙ্গে তো মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। হেলথ ডিপার্টমেন্টে যে কাণ্ড কারখানা লোকে করেছে, মুখ্যমন্ত্রী নিজে যুক্ত, কারণ তাঁর নির্দেশে, নিম্নমানের হেলথ মেটেরিয়াল সাপ্লাই করা, টেন্ডারের গাইডলাইন ভায়োলেশন করা, নিজের পছন্দের কোম্পানিকে, বিভিন্ন জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো। এই চক্র গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এরজন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।'
চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় তোলপাড়ের মধ্যেই, আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে SIT গঠন করল রাজ্য সরকার। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জমানায়, ২০২১ সাল থেকে, ব্যাপক কারচুপি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে আর জি কর মেডিক্যালে। তার তদন্তে IG পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বের ৪ সদস্যের সিট গঠন করল স্বরাষ্ট্র দফতর। এক মাসের মধ্যে SIT-কে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে বাড়ছে 'নিরাপত্তা', RG Kar কাণ্ডের পর সতর্ক স্বাস্থ্য মন্ত্রক
ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্য়ের সরকারি মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামোয় গলদের অভিযোগ প্রকট থেকে প্রকটতর হচ্ছে। প্রশ্ন উঠেছে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও। এই পরিস্থিতিতে গতকাল স্বাস্থ্যসচিবের সঙ্গে রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের একটি বৈঠক হয়। কোন মেডিক্যাল কলেজে কত সংখ্যক CC ক্যামেরা রয়েছে, কল ডিউটি রুমগুলির কী অবস্থা, প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত কিনা, স্টাফদের জন্য কত সংখ্যক শৌচালয় রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্যসচিব।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।