RG Kar Hospital Doctor Murder Case Live Updates: আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল
RG Kar Hospital Case Live Updates: জেনে নিন প্রতি মুহূর্তের আপডেট।
LIVE

Background
RG Kar Case Live Updates: আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল
আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল। ভাঙা হল চেয়ার। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা।
RG Kar Case Live News: RG করের সামনে উত্তেজনা
RG করের সামনে উত্তেজনা I ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টার অভিযোগ
RG Kar Case Live Updates: কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ
আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলা। কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ। স্বাধীনতার মধ্য়রাতে, 'রাত দখলে মেয়েরা'
RG Kar Case Live News: আর জি কর মেডিক্যালে ভয়ানক অপরাধ, ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে : তৃণমূল সাংসদ মহুয়া
'আর জি কর মেডিক্যালে ভয়ানক অপরাধ, ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে, দোষী কাউকে ছাড়া হবে না, দ্রুত স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে', সোশাল সাইটে পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর
RG Kar Case Live Updates: আর জি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে তোড়জোড়
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্য়জুড়ে জমায়েতের ডাক দিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, the night is yours.. আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।' দিকে দিকে চলছে তোড়জোড়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
