RG Kar News: চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্তের অগ্রগতি কতটা? রিপোর্ট তলব আদালতের
RG Kar Update: সোমবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে CBI-কে। নিহত চিকিৎসকের পরিবার সম্প্রতি শিয়ালদা আদালতে পিটিশন জমা দেয়।

কলকাতা: আর জি কর (RG Kar News) মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব করল শিয়ালদা আদালত। নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনের ভিত্তিতেই এই রিপোর্ট তলব করা হয়েছে।
অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলা কোন পথে এগোচ্ছে? জানতে চায় নিহত চিকিৎসকের পরিবার। এবার CBI তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট চাইল শিয়ালদা আদালত। সূত্রের খবর, বুধবার আদালতের দ্বারস্থ হয়ে আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের পরিবার দাবি করে, ধর্ষণ-খুনের মামলা তদন্ত কতদূর এগিয়েছে, তা জানানোই হচ্ছে না CBI-এর তরফে। এই মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছিল, তদন্ত চলবে। সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে। কিন্তু আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তদন্ত কোন পথে এগোচ্ছে, তা নিয়ে অন্ধকারে রাখা হয়েছে নিহত চিকিৎসকের মা-বাবাকে। এই আবেদনের প্রেক্ষিতে শিয়ালদা আদালত CBI-এর কাছে রিপোর্ট তলব করেছে। বলা হয়েছে, এখনও পর্যন্ত তদন্তে কী কী তথ্য উঠে এসেছে, সে সম্পর্কে বিশদে তথ্য উল্লেখ থাকতে হবে রিপোর্টে। ২৪ ফেব্রুয়ারির মধ্যে CBI-কে রিপোর্ট পেশ করতে বলেছে শিয়ালদা আদালত।
আরও পড়ুন: Tanga News Update: পাহাড় প্রমাণ দেনার চাপেই কি চরম সিদ্ধান্ত? ট্যাংরার ঘটনায় উঠছে প্রশ্ন






















