RG Kar News: 'কলকাতার সিপি-কেও CBI তদন্তের আওতায় আনা হোক', RG Kar-কাণ্ডে বিস্ফোরক মৃত চিকিৎসকের পরিবার
RG Kar Hospital News: তদন্তের গতিপ্রকৃতি নিয়েও ক্ষোভের সুর শোনা গিয়েছে পরিবারের গলায়।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আর জি কর কাণ্ডে ফের বিস্ফোরক মৃত চিকিৎসকের পরিবার। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে এবার কলকাতা পুলিশ কমিশনারকেও সিবিআই তদন্তের আওতায় আনার দাবি করেছেন তাঁরা।
কী বলেছেন?
সদ্য মেয়েকে হারিয়ে শোকগ্রস্থ। তবে তদন্ত যেভাবে হচ্ছে তা নিয়ে সন্তুষ্ট নন মৃত চিকিৎসকের পরিবার। এদিন তাঁরা বলেন, 'কলকাতার সিপি-কেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক। বিনীত গোয়েল আমাদের সহযোগিতা করেননি। গোটা বিষয়টি তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সিপি', এমনই বিস্ফোরক অভিযোগ আর জি কর কাণ্ডে মৃত চিকিৎসকের পরিবারের।
তদন্তের গতিপ্রকৃতি নিয়েও ক্ষোভের সুর শোনা গিয়েছে পরিবারের গলায়। তাঁদের কথায়, 'এখনও সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই গ্রেফতার করা হল না, আমরা হতাশ। প্রথম থেকেই কাউকে আড়াল করার চেষ্টা, ডিপার্টমেন্টের কেউ জড়িত থাকতে পারেন। যা ঘটেছে সঞ্জয়ের একার পক্ষে করা সম্ভব নয়। আন্দোলনকারীদের মুখ বন্ধের চেষ্টা রাজ্য সরকারের। প্রতিবাদ বন্ধ করতেই ১৪৪ ধারা জারি হয়েছে', পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন মৃত চিকিৎসকের মা-বাবা, এদিন জানিয়েছেন সে কথাও।
আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার
এদিন এবিপি আনন্দকে নির্যাতিতার মায়ের তরফে অভিযোগের সুরেই বলা হয়, 'তদন্ত নিয়ে কী যে হচ্ছে বুঝতে পারছি না। এক সপ্তাহ হয়ে গেল এখন ওই সঞ্জয় রায় ছাড়া তো কাউকেই গ্রেফতার করতে পারল না। যত দিন যাচ্ছে হতাশায় ভেঙে যাচ্ছি। এরপর নিহত চিকিৎসকের মা বলেন, 'প্রিন্সিপালকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তাঁকে গ্রেফতার? কিন্তু ওঁকে তো গ্রেফতার করা হচ্ছে না? CBI কী জানতে চাইছে ওঁর কাছ থেকে সেটা তো আমরা বুঝতে পারছি না।'
এদিকে, আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসক খুন-ধর্ষণের ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছে হাজার হাজার কণ্ঠ। বিকেলে আটকের প্রতিবাদে রাতে যাদবপুরের 8B বাসস্ট্যান্ডের সামনে জমায়েত করেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা। এদিন মেয়েদের রাত দখলের দ্বিতীয় পর্যায়ের মিছিল হয় বেহালা, কলেজ স্ট্রিটে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে