Sandip Ghosh: মামলা চালাতে FD ভাঙতে চান সন্দীপ ঘোষ ! CBI রিপোর্ট চায় হাইকোর্ট
RG Kar News: আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক সম্পত্তির হদিশ মিলেছে আগেই।
কলকাতা : মামলা চালাতে FD ভাঙতে চান সন্দীপ ঘোষ। এনিয়ে CBI রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। সন্দীপ ঘোষের আবেদন নিয়ে CBI-এর কাছে রিপোর্ট চাইল আদালত। 'আর্থিক সঙ্কটে থাকার দাবি করে FD ভাঙতে অনুমতি চেয়ে আবেদন', ফিক্সড ডিপোজিট ভাঙাতে আদালতের কাছে আবেদন করেন সন্দীপ। ৩০ অক্টোবরের মধ্যে CBI-কে পার্টি করে রিপোর্ট দিতে বলল হাইকোর্ট। কোনও আপত্তি আছে কি না, জানতে চেয়ে CBI রিপোর্ট তলব আদালতের।
সন্দীপের সম্পত্তি !
আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক সম্পত্তির হদিশ মিলেছে আগেই। বেলেঘাটায় বাড়ি, ক্যানিংয়ে বাংলোর পর খোঁজ মেলে সন্দীপের জোড়া ফ্ল্যাটের । বেলেঘাটায় রয়েছে সন্দীপের জোড়া ফ্ল্যাট । গ্যারাজে সরকারি বোর্ড লাগানো এসইউভি। আরজি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগে প্রথমে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ।
কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছিল, বেলেঘাটা আইডি হাসপাতালের কাছে P-18/A, CIT রোডের ঠিকানায় একই আবাসনে দু'টি ফ্ল্যাট রয়েছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের। এর মধ্যে একতলায় রয়েছে একটি ১২০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট। ১৪০০ স্কোয়ার ফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে ওই আবাসনেরই তিনতলায়। দুটিরই মালিক সন্দীপ ঘোষ এবং গ্যারাজে একটি দামি গাড়িও রয়েছে, যেটি ২০২২ সালের জুন মাসে কেনা হয়। গাড়ির মালিকানাও সন্দীপ ঘোষের নামে রয়েছে বলে দাবি করে সিবিআই।
চারদিকে সবুজে সবুজ। মাঝখানে এক সুবিশাল বাংলো। দেওয়ালে খোদাই করা নাম - সঙ্গীতা-সন্দীপ ভিলা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মধ্য নারায়ণপুরে হদিশ মেলে আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাংলোর।
সবুজে ঘেরা এলাকায় উঁচু পাঁচিলের ওপর কাঁটাতারের ঘেরাটোপ। বিশাল কালো মেন গেটে উদিত সূর্যের ছবি। ২ বিঘা জমিতে মাথা তুলেছে সবুজ রঙা দোতলা 4BHK বাংলো। রয়েছে সুইমিং পুলও। স্থানীয়দের একাংশের দাবি, পরিবারের সদস্যদের নিয়ে প্রায়ই এখানে আসতেন সন্দীপ ঘোষ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ব্যবসায়ী ১০০ বিঘা জমি কিনে একটি প্রকল্প তৈরি করছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, ৩-৪ বছর আগে সেই প্রকল্পে ২ বিঘা জমি কিনে বাংলো তৈরি করেন সন্দীপ ঘোষ।
এরইমধ্য়ে নিউটাউনে সন্দীপ ঘোষের একটি বাড়ির হদিশ মেলে। নেমপ্লেটে জ্বলজ্বল করছে ৪টে নাম।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।