RG Kar Protest: রাতদখলে রাস্তায় ডাক্তারেরা, পৌঁছলেন সোহিনী-চৈতি-সুদীপ্তা-দেবলীনা
Junior Doctor Protest: শুধু জুনিয়র ডাক্তাররাই নয়। এই আন্দোলনে যোগ দিয়েছেন সিনিয়র ডাক্তারেরাও। এদিন অবস্থান বিক্ষোভে এসে পৌঁছল একাধিক তারকা।
কলকাতা: নাগরিক সমাজের পর এবার রাত দখলে জুনিয়র ডাক্তাররাও। পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে দুপুর থেকে আন্দোলন চলছিল। এবার রাস্তায় বসে রাতভর ধর্না চালাবেন ডাক্তাররা। লালবাজারের কাছে ফিয়ার্স লেনের রাস্তার পিচ দেখা যাচ্ছে না ভিড়ে। এ মাথা-ও মাথা ঠাসা ভিড়ে। শুধু জুনিয়র ডাক্তাররাই নয়। এই আন্দোলনে যোগ দিয়েছেন সিনিয়র ডাক্তারেরাও। এদিন অবস্থান বিক্ষোভে এসে পৌঁছল একাধিক তারকা। রবিবারের পরে সোমবার জুনিয়র ডাক্তারদের রাতভর অবস্থানে আসেন সোহিনী সরকার, সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষাল,দেবলীনা দত্ত।
এদিন পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে মিছিল-অবস্থান করেছেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন তাঁরা। সেই কারণেই অবস্থান চলেছে। কিন্তু রাতে লালবাজার থেকে পিছনের গেট দিয়ে বেরিয়ে যান কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।
এদিন সুদীপ্তা চক্রবর্তী বলেন, 'সিপি বাড়ি চলে গিয়েছেন, কিন্তু আবার তো আসবেনই।' চৈতি ঘোষাল বলেন, 'এতদিন পর ঘুম ভাঙল দুর্নীতি মামলায়। যে অপরাধ হয়েছে সেটার কোনও মীমাংসা হল না এখনও। যেভাবে মানুষ পথে নেমেছে, তাতে যতক্ষণ না আসল দোষীদের শাস্তি না হয় ততক্ষণ এই সন্দীপ কোন দুর্নীতির জন্য গ্রেফতার হয়েছে তাতে মানুষ মানবে না।' দেবলীনা দত্ত বলেন, '১৪ অগাস্ট কোথাও ছিল ব্যারিকেড? ক্রাইম সিনে রেড টেপিংও ছিল না। পুলিশ না কি সামনের গেট দিয়ে না গিয়ে পিছনের গেট দিয়ে চলে গিয়েছে।' খুনের মামলায় আসল দোষীদের গ্রেফতারের দাবি করলেন তিনি।
আরজি কর-কাণ্ডে উত্তাল রাজপথ। এ দিন যাদবপুরে গানে-স্লোগানে প্রতিবাদ। সাধারণ মানুষের সঙ্গে সেখানেও উপস্থিত একাধিক বিশিষ্ট নাগরিক। এইটবি-তে রাতে চলছে প্রতিবাদ। গান গেয়ে-বাদ্যযন্ত্র বাজিয়ে চলছে প্রতিবাদ। এখানে যোগ দেন কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণি গঙ্গোপাধ্যায়, লগ্লজিতা, অনিন্দ্য, শিলাজিৎ, সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।
এদিনই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ:
সোমবার গ্রেফতার করা হয় আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এদিন সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে গ্রেফতার করেছে সিবিআই। চিকিৎসক ধর্ষণ-খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। রাতেই স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। আরজি করে দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষী আফসার আলি, আর জি কর মেডিক্যালের ২ ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিংহকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতদের একাধিক ঠিকানায় আগেই তল্লাশি চালায় সিবিআই। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে দিল্লিতে আবেদন আইএমএ রাজ্য শাখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দুর্ঘটনার মুখে বায়ুসেনার ফাইটার জেট! কেমন আছেন চালক?