Lovely On Kunal: 'এটা কুণাল ঘোষের ব্যক্তিগত ব্যাপার, আমি কী কাজ করি, দল জানে..', কেন বললেন লাভলি ?
Lovely On Kunal On The Diary of West Bengal :আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার কুণাল ঘোষের নিশানায় 'তৃণমূলপন্থী' সেলিব্রিটিরা! মুখ খুললেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র
কলকাতা: আজ মুক্তি পেয়েছে The Diary of West Bengal . আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার কুণাল ঘোষের নিশানায় 'তৃণমূলপন্থী' সেলিব্রিটিরা! 'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?' প্রশ্ন তৃণমূলের মুখপাত্র কুণালের। এবার প্রতিক্রিয়া দিলেন দলের বিধায়ক লাভলি মৈত্র।
এদিন লাভলি মৈত্র বলেন, 'এটা কুণালদার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে কোনও কথা বলব না। উনি যেটা ভাল মনে করেছেন বলেছেন। তবে আমি যদি আমার কথা বলি, তাহলে আমিও টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে এসেছি। এবং পরবর্তীকালে মাননীয়া মুখ্যমন্ত্রী দিদি আমাকে বিধায়ক হওয়ার সুযোগ দিয়েছেন। আমি তাঁদের বিধায়ক হিসেবে আছি। আমার অ্যাক্টিভিটি কী, আমি কী কাজ করি ? সেটা আমার দল খুব ভাল মতো জানে। আমি এটা নিয়ে অন্য কথা বলব না। আর ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যে কথা উঠেছে, সেটা কিছু বলব না, কারণ আমি তো টেলিভিশনে কাজ করি। ফিল্মে যারা আছে, তাঁরা এটা বেটার বলতে পারবে। আমি আমার অ্যাক্টিভিটি কী , মুখ খুলছি কি, মুখ বন্ধ আছে আমার, সেটা আমার দল খুব ভাল জানে।'
আরজিকর কাণ্ডে প্রতিবাদে সরব সারা দেশ। এই প্রতিবাদে সামিল হয়েছেন টলি পাড়ার অভিনেতা-অভিনেত্রীরাও। আরজি করের মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে কেউ রাস্তায় নেমেছেন। কেউবা সোশ্যালে ক্ষুরধার মন্তব্যে। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ও প্রশাসন। সাধারণ মানুুষের মুখে We Want Justice. । তবে যখন অভিনেতা-অভিনেত্রী-সংগীত শিল্পীদের মুখে 'বিচাই চাই' বলে দাবি, ঠিক তখনই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছে রাজ্যের বিরোধী দল। আরজি করের ঘটনায় প্রশ্ন তুলেছেন অনেক শিল্পী-অভিনেতা-অভিনেত্রীরাই। এদিকে এমন এক পরিস্থিতিতেই আজ মুক্তি পেয়েছে The Diary of West Bengal . আর এই ছবি নিয়ে টুইট কুণাল ঘোষের।
আরও পড়ুন, দেহ উদ্ধারের দিন সেমিনার হলে দেহের কাছে কারা ? ছবি হাতে চেনানোর চেষ্টা ডিসি সেন্ট্রালের
এদিন কুণাল ঘোষ ট্যুইটে লেখেন,'বাংলার ভাবমূর্তি নষ্ট করতে আজ এই ছবির মুক্তি। ভুল ন্যারেটিভ, কুৎসা, সাম্প্রদায়িক ইঙ্গিত, প্ররোচনা। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, বিশেষত আমাদের দলের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা প্রতিবাদ করবেন না ? ছবির আজ মুক্তি, আজও এঁরা নীরবে বসে থাকবেন ? বাংলা ইন্ডাস্ট্রি প্রতিবাদ করবে না?', এক্স হ্যান্ডলে ফের পোস্ট কুণাল ঘোষের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।