RG Kar Women's Protest: রাজপথে প্রতিবাদের গর্জন, কলকাতায় শুরু 'মেয়েদের রাত দখল'
Women Protest: আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলা। কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ । স্বাধীনতার মধ্য়রাতে, 'রাত দখলে মেয়েরা'।
![RG Kar Women's Protest: রাজপথে প্রতিবাদের গর্জন, কলকাতায় শুরু 'মেয়েদের রাত দখল' RG Kar Women's Protest College Street Jadavpur Academy Women kolkata Situation RG Kar Women's Protest: রাজপথে প্রতিবাদের গর্জন, কলকাতায় শুরু 'মেয়েদের রাত দখল'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/14/efd532b0eceecf8ade23ebad22fb521a172365934790551_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আর জি কর কাণ্ডে (RG Kar Women's Protest) তোলপাড় রাজ্য। কলকাতা থেকে জেলা-রাস্তায় প্রতিবাদের ঢেউ। স্বাধীনতার মধ্য়রাতে, রাত দখল করে নারী স্বাধীনতার ডাক। নির্ধারিত সময়ের আগেই জনপ্লাবন।
রাস্তায় রাস্তায় প্রতিবাদের ঢেউ: কর্মস্থলে ধর্ষণ, খুন নৃশংস, জঘন্য এই অপরাধের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠিন-কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র। এই ইস্য়ুতে এবার, প্রাক-স্বাধীনতার মধ্য়রাতে, বিশাল অরাজনৈতিক জমায়েতের ডাক। স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য লড়াই। কারও হাতে মশাল। কারও আবার হাতে প্ল্যাকার্ড। কেউ নিয়েছেন ব্যানার। কেউ শাঁখ বাজাচ্ছেন। কেউ বা জ্বালিয়েছেন মোবাইলের ফ্ল্যাশ। শ্রাবণের রাতে বৃষ্টি মাথায় নিয়ে পথে নেমেছেন তাঁরা। নিউটাউন থেকে যাদবপুর, কলেজ স্ট্রিট থেকে রুবি, শহরজুড়ে প্রতিবাদের গর্জন। একটাই স্লোগান 'We Want Justice।'
এক সুরে, এক তালে, বাংলাজুড়ে এক ঐতিহাসিক প্রতিবাদ কর্মসূচির সাক্ষী থাকল গোটা দেশ। এক মেয়ের মর্মান্তিক পরিণতির বিচার চেয়ে, 'রাত দখল' করল গোটা রাজ্য়ের মেয়েরা। একটি মৃত্য়ু জন্ম দিয়েছে লক্ষ প্রতিবাদীর। যাদের আবেগের বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে গোটা কলকাতা, গোটা বাংলা, গোটা দেশকে। এই প্রতিবাদের আলোই মুছে দিক সব অন্ধকার। এই রাত বদলে দিক আগামীর দিন। প্রথমে যাদবপুর, অ্য়াকাডেমি ও কলেজ স্ট্রিট এই তিন জায়গায় জমায়েতের ডাক দেওয়া হলেও তার আঁচ পড়ে জেলায় জেলায়। নির্ধারিত সময় ছিল ঠিক রাত ১২টা বাজতে পাঁচে। গর্জে ওঠে লক্ষ লক্ষ স্বর। আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।' এদিন হাওড়ার মন্দিরতলার তৃণমূলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের মঞ্চ দখল করে নেয় আন্দোলনকারীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)