Roddur Roy : রোদ্দুর রায়কে পুলিশি হেফাজতে পাঠাল আদালত
যাঁর নামে বলেছেন, তিনি অভিযোগ করেননি, রোদ্দুরের জামিন চেয়ে সওয়াল অভিযুক্তের আইনজীবীর। বাক্স্বাধীনতার নামে কাউকে আঘাত করা যায় না, জামিনের বিরোধিতা করে পাল্টা জবাব সরকারি আইনজীবীর।
আবির দত্ত, কলকাতা : মুখ্যমন্ত্রীর উদ্দেশে সোশাল মিডিয়ায় অশালীন আক্রমণের জেরে ইউটিউবার রোদ্দুর রায়কে পুলিশ হেফাজতে পাঠাল আদালত। আগামী ১৪ জুন পর্যন্ত তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট।
আদালতে তীব্র বাদানুবাদ আইনজীবীদের
গোয়া থেকে গ্রেফতারের পর গতরাতে কলকাতায় আনা হয় রোদ্দুর রায়কে, আজ তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। মুখ্যমন্ত্রী, অভিষেক ও কলকাতা পুলিশ সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। এদিন রোদ্দুর রায়কে আদালতে পেশ করা হলে দুই পক্ষে আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ চলে। ‘যাঁর নামে বলেছেন, তিনি অভিযোগ করেননি, রোদ্দুরের জামিন চেয়ে সওয়াল অভিযুক্তের আইনজীবীর। বাক্স্বাধীনতার নামে কাউকে আঘাত করা যায় না, জামিনের বিরোধিতা করে পাল্টা জবাব সরকারি আইনজীবীর। আদালতের কাছে প্রমাণ হিসেবে একটি পেন ড্রাইভে রোদ্দুর রায়ের বক্তব্যের ভিডিও পেশ করা হয়। শেষ পর্যন্ত রোদ্দুর রায়ের ১৪ জুন পর্যন্ত পুলিশি হেফাজতেরই নির্দেশ দেয় আদালত।
ঠিক কী অভিযোগ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুলিশ (Kolkata Police) সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে রোদ্দুর রায়কে। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের জেরে মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। বুধবার রাতে তাঁকে কলকাতায় নিয়ে আসে কলকাতা পুলিশ। বিমানবন্দরে নেমে তাঁকে বলতে শোনা যায়, 'কিপ ডিসট্যান্স। ডোন্ট টাচ মি।' সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি।
মহিলাদের অসম্মান, অশান্তিতে উস্কানি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। আজ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা রয়েছে। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করে লালবাজারের (Lalbazar) সাইবার সেল ও গুন্ডাদমন শাখা।
আরও পড়ুন- কলকাতায় আনা হল রোদ্দুর রায়কে, বললেন 'ডোন্ট টাচ মি'