Bangladesh News:বাংলাদেশ থেকে নাশকতা চালাতে ভারতে ঢুকেছে জঙ্গি। মুর্শিদাবাদের ২জন সহ গ্রেফতার ৮জঙ্গি
ABP Ananda LIVE : অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের। ওপারের জঙ্গিরা এপারে?
আরও কাছাকাছি এল ঢাকা-ইসলামাবাদ। ২০১৫ সালে পাকিস্তানের থেকে সাহায্য না নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বিজ্ঞপ্তি জারি করে বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশে ভারত বিদ্বেষ আবহের সুযোগ নিমেশে লুফে নিয়েছে পাকিস্তানও। কখনও পারমানবিক বোমার প্রসঙ্গ টেনে বাংলাদেশকে সাহায্যের কথাও বলেছেন পাকিস্তানের কট্টরপন্থী নেতা। কখনও আবার তাতে উৎসাহিত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। এসবের পাশাপাশি, সম্প্রতি পাকিস্তানের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়ে, ভারতের সমালোচনায় সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ডিন শাহীদুজ্জামান। তিনি বলেন, "ইসলামের সবথেকে বড় শত্রু হিন্দু, যারা সবসময় ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা চালিয়ে গেছে। ভারত ক্রমাগত উপমহাদেশের ইতিহাস সম্পর্কে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে।''