Sagardighi Results Early Trends : তৃণমূলের কি হাতছাড়া হবে সাগরদিঘি ? বেশ কিছুটা এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী
Congress Candidate Leads Sagardighi By Election : দ্বিতীয় রাউন্ডের শেষে ২ হাজার ৮০ ভোটে এগিয়ে সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ।
রুমা পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : সাগরদিঘিতে (Sagardighi By Election) এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী (Left Supported Congress Candidate)। দ্বিতীয় রাউন্ডের শেষে সাগরদিঘিতে গণনায় এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ২ হাজার ৮০ ভোটে এগিয়ে। দ্বিতীয় রাউন্ডের শেষে পিছিয়ে বিজেপি প্রার্থী দিলীপ সাহা। জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। এখনও পর্যন্ত যে ভোট গণনা হয়েছে তাতে প্রায় ৪২ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
মুর্শিদাবাদের স্থানীয় সূত্রের খবর, প্রাথমিক দুটি রাউন্ডে বন্যেশ্বর ও মোড়গ্রাম এই দুই এলাকার ভোটের ফলাফল সামনে এসেছে। যে দুই এলাকাতে কংগ্রেস প্রার্থীর লিড নেওয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, এই দুই এলাকাতেই বিজেপির ভোটের সংখ্যা ছিল বেশি। সঙ্গে মনে কার হচ্ছিল, এই দুই জায়গায় কংগ্রেসের খুব একটা ভাল ফল করতে পারবে না হয়ত। কিন্তু সেই আশঙ্কাতে নস্যাৎ করে কার্যত প্রবল পরিমাণ ভোট পেয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। দুই এলাকা মিলিয়ে প্রায় ৫ হাজারেরও বেশি ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থী। তৃণমূল প্রার্থী পেয়েছেন ৪ হাজারের বেশি ভোট। অপরদিকে বিজেপি পেয়েছে ৯০০-র কিছু বেশি ভোট।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখনও পর্যন্ত পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, প্রথম রাউন্ডের শেষে কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৫৪৫৯টি ভোট। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রথম রাউন্ডে পেয়েছেন ৪৯৪৪টি ভোট। প্রথম রাউন্ডে বিজেপি প্রার্থী দিলীপ সাহা পেয়েছেন ২১৪২টি ভোট।
প্রসঙ্গত, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত সাহা নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর প্রার্থী ইসমাইল শেখকে ৪ হাজার ৫৭৪ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। ২০১৬6 সালে অবার সুব্রত সাহা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। তখন তিনি কংগ্রেস প্রার্থী আমিনুল ইসলামকে ৫ হাজার ২১৪ ভোটে পরাজিত করেছিলেন। কিন্তু ২০২১ সালে গত দশ বছরের রেকর্ড ভেঙে দিয়ে অবার সেই সুব্রত সাহা বিজেপির প্রার্থী কল্পনা ঘোষকে ৫০ হাজার ২০৬ ভোটে পরাজিত করেন। সুব্রত সাহার মৃত্য়ুর পর এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সকাল আটটা থেকে সাগরদিঘিতে শুরু হয়েছে গণনা। নিয়মমাফিক স্ট্রং রুমের লাগোয়া তৈরি হয়েছে গণনা কেন্দ্র। বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ২৪৬ টি বুথ এবং ১৬ টি টেবিলে মোট ১৬টি রাউণ্ড গণনা করা হবে।
আরও পড়ুন- 'পরিবর্তন হবেই', প্রথম রাউন্ডে এগোতেই জয় নিয়ে আশাবাদী সাগরদিঘির কং প্রার্থী