Salt Lake Suicide: বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বামীর, অশান্তিতে আত্মঘাতী মহিলা, গ্রেফতার অভিযুক্ত
Salt Lake Suicide: ২০০৫ সালে অভিযুক্তের সঙ্গে বিয়ে হয়ে আত্মঘাতী হওয়া ওই মহিলার। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। আগের পক্ষের দুই মেয়ে ওই মহিলার।
রঞ্জিত সাউ, সল্টলেক: একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extra Marital Affair) স্বামীর। সেই নিয়ে অশান্তি সংসারে। শেষ পর্যন্ত আত্মঘাতী স্ত্রী। অশান্তি চলাকালীন মহিলাকে তাঁর স্বামীই আত্মহত্যায় প্ররোচিত করেন (Abetment of Suicide) বলে অভিযোগ।তার জেরে সল্টলেকের একটি আবাসন থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
বৃহস্পতিবার রাতে বিষ খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা। তার পর থানায় বাবার নামে অভিযোগ দায়ের করেন তাঁর প্রথম পক্ষের পেয়ে। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ২০০৫ সালে অভিযুক্তের সঙ্গে বিয়ে হয়ে আত্মঘাতী হওয়া ওই মহিলার। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। আগের পক্ষের দুই মেয়ে ওই মহিলার। অভিযুক্তের আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল। দুই মেয়েকে নিয়েই দ্বিতীয় বার বিয়ে করেন ওই মহিলা।
আরও পড়ুন: West Bengal Politics: তৃণমূলে যোগ দিলেন বিনয় তামাঙ্গ, রহিত শর্মা
বিয়ের পর সল্টলেকের ওই আবাসনে ওঠেন ওই দম্পতি। সেখানেই বৃহস্পতিবার রাতে বিষ (অরগানিক ফসফেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
মায়ের মৃত্যুতে রাতেই বিধাননগর উত্তর থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলার দুই মেয়ের মধ্যে এক জন। তিনি জানান, বিয়ের পরেও বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্তের। সেই নিয়ে সংসারে প্রায়শই অশান্তি হতো। তাতে স্ত্রীকে বেধড়ক মারধরও করতেন তিনি।
মৃতার মেয়ে আরও অভিযোগ করেন যে, বৃহস্পতিবার রাতেও তেমনই অশান্তে বাধে দম্পতির মধ্যে। তা চরমে উঠলে স্ত্রীকে বিষ (Poison) খেতে প্ররোচনা দিতে থাকেন অভিযুক্ত। তাতেই মুখে বিষ ঢালেন ওই মহিলা। কিন্তু ওই মহিলা বিষ কোথা থেকে পেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জেরা করা হচ্ছে। শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে।