Sheikh Shahjahan Arrested: শেখ শাহজাহানের পর শাগরেদ আমির আলি গাজি গ্রেফতার
Sandeshkhali Sheikh Shahjahan Arrested: পুলিশ সূত্রে খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ধৃত তৃণমূল নেতাকে আনা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে।

Background
বসিরহাট: নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ একগুচ্ছ অভিযোগ ছিলই। তাছাড়া জমি জবরদখল ও যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে। এবার ইডি-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার শেখ শাহজাহান। পুলিশ সূত্রে খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ধৃত তৃণমূল নেতাকে আনা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। সেখানেই কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে।
ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে আজই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে র্যাফ, পুলিশে ছয়লাপ বসিরহাট মহকুমা আদালত চত্বর। সন্দেশখালির বিভিন্ন অংশে মোতায়েন বাড়তি পুলিশ বাহিনী।
Sheikh Shahjahan Arrested LIVE News: 'শাহজাহানের গ্রেফতারি নিয়ে বড় নাটক আছে, সব বেরোবে'
'শাহজাহানের গ্রেফতারি নিয়ে বড় নাটক আছে, সব বেরোবে', মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।
Seikh Shahjahan Arrested News LIVE Updates: শেখ শাহজাহানের পর শাগরেদ আমির আলি গাজি গ্রেফতার
ধর্ষণের অভিযোগে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার আমির আলি গাজি। মিনাখাঁ থেকে গ্রেফতার শেখ শাহজাহান, ঝাড়খণ্ডে পাকড়াও সঙ্গী।






















