Sandeshkhali Incident : 'আমাকে ওরা মার্ডার করে দিত' নিশুতি রাতে অভিযোগকারিনীর বাড়িতেই 'পুলিশের পোশাকে হামলা'
Sandeshkhali Incident : অভিযোগকারিণীর বিস্ফোরক দাবি, শনিবার রাতে তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। তাও আবার পুলিশের পোশাকে।
অনির্বাণ বিশ্বাস, গৌতম মণ্ডল, সমীরণ পাল, সন্দেশখালি : শিবু-উত্তমের গ্রেফতারির পরে মিষ্টি বিলি হয়েছিল সন্দেশখালিতে ( Sandeshkhali ) । একটু স্বস্তির আশা দেখেছিল গ্রামবাসীরা। তাদের এত প্রতিবাদ , এত লড়াইয়ের পর গ্রেফতার দুই নেতা। কিন্তু কোথায় শান্তি ? বিরাম নেই সন্ত্রাসে! মেঝেয় পড়ে টালির টুকরো। বাড়ির একাংশ ভেঙে পড়েছে। এবার অভিযোগকারীর বাড়িতেই হামলার অভিযোগ উঠল। অভিযোগকারিণীর বিস্ফোরক দাবি, শনিবার রাতে তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। তাও আবার পুলিশের পোশাকে।
এতো চাঞ্চল্যকর অভিযোগ ! পুলিলকে জানিয়েছেন? তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া তো দূরঅস্থ, অভিযোগকারিণীর দাবি, উল্টে তাঁকেই প্রশ্নের মুখে ফেলেছে পুলিশ। ' কালকে যদি আমি বাড়িতে আসতাম, আমাকে ওরা মার্ডার করে দিত। এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওরা আমাকেই মারার উপলক্ষ্য়ে এসেছিল। ' আতঙ্ক যেন কাটছেই না। তবু আবারও তিনি মুখ ঢেকে দাঁড়িয়েছেন সংবাদমাধ্যমের সামনে।
শত ভয়, আতঙ্কের মধ্যেও সাহস করে অভিযোগ জানিয়েছিলেন। যার ফল হল ভয়ঙ্কর । ২৪ ঘণ্টাও না কাটতেই হামলা। শনিবার রাতে তাঁর বাড়িতে পুলিশের পোশাকে এসে ভাঙচুর চালল দুষ্কৃতীরা, অভিযোগ করেছেন ওই মহিলা। তিনি মনে করছেন, অভিযোগ জানানোর আফটার এফেক্ট এটি। বলছেন, ' আমি কোথাও অভিযোগ জানিয়েছি, সেই কারণেই আমার উপরে এতটা আক্রমণ করার চেষ্টা করছে। আমি আশা করি যে, আইন তাড়াতাড়ি এর একটা বিহিত করুক, আমি খুবই একটা আতঙ্কে আছি। ভয়ে আছি। আমি সত্যি, আমি বুঝতে পারছি না আমি কী করব এই মুহূর্তে? এই ভাঙা ঘরদোর ছেড়ে আমি কোথায় যাব?'
অভিযোগকারিণীর দাবি, শনিবার রাতে পুলিশের পোশাকে এসে হামলা চালানো হয়। এমন চাঞ্চল্যকর অভিযোগের পরও পুলিশ নির্বিকার। ব্যবস্থা নেওয়া তো দূরঅস্থ, অভিযোগকারিণীর দাবি, উল্টে তাঁকেই প্রশ্নের মুখে ফেলেছে পুলিশ। তাকে বলা হয়েছে, ' আপনি ছিলেন না, পুলিশ এসেই এই যে এইগুলো করেছে, কী গ্যারান্টি? কী গ্য়ারান্টি দিতে পারছেন আপনি? আমি সেটাও বললাম, যে স্যর আপনারা যদি, এত পুলিশ প্রশাসন থাকতে যদি আমার বাড়িতে এসে ভাঙচুর হয়, এত পুলিশ প্রশাসনের ভিতরে যদি পুলিশের পোশাক পরে এসে আমার বাড়ি ভাঙচুর করে, তাহলে আপনারা কী করছেন বসে?'
প্রশ্ন উঠছে, অভিযোগ করলে যদি অভিযোগকারিণীরই বাড়ি ভাঙচুর পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠে, তাহলে কি আর অভিযোগ জানাতে এগিয়ে আসবেন মহিলারা?
আরও পড়ুন :
ভেঙে চুরমার বাইক গাড়ি, মারধর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বউবাজার