Sandeshkhali Incident: শাহজাহানের টাকার ভাগ পেয়েছেন মন্ত্রীরাও? আদালতে 'বিস্ফোরক' দাবি ইডির
Sheikh Shajahan: সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টেও অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার।
প্রকাশ সিন্হা, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: জমি, ভেড়ি দখল করে যে টাকা তোলা হয়েছিল, সেই টাকা যাঁদের যাঁদের কাছে পৌঁছেছিল, তাঁদের মধ্যে রয়েছেন ২-৩জন মন্ত্রীও। ব্যাঙ্কশাল আদালতে শেখ শাহজাহানকে পেশ করে লিখিত রিপোর্টে এবার এমনই বিস্ফোরক দাবি করল ED. যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সন্দেশখালি (Sandeshkhali Incident) মামলায় সুপ্রিম কোর্টেও (Supreme Court) অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট কারও নাম না নিলেও, আইনজীবীদের একাংশের ব্য়াখ্য়া, সোমবার সর্বোচ্চ আদালত রাজ্য় সরকারকে এই প্রশ্নই করেছে, কেন শেখ শাহজাহান আড়ালের জন্য় তারা এখানে এসেছে?
সোমবার শেখ শাহজাহানকে (Sheikh Shajahan Case) ব্যাঙ্কশালে আদালতে পেশ করে ED। এরপরই বিস্ফোরক দাবি করে তারা। ব্যাঙ্কশাল আদালতে পেশ করা লিখিত রিপোর্টে ED দাবি করেছে, জমি, ভেড়ি দখল করে যে টাকা তোলা হয়েছিল, সেই টাকা যাঁদের যাঁদের কাছে পৌঁছেছিল, তাঁদের মধ্যে রয়েছেন ২-৩জন মন্ত্রীও।
সেই নামগুলি সামনে রেখে তদন্ত চালানো হচ্ছে। লিখিত রিপোর্টে ED-র তরফে দাবি করা হয়েছে, এখনই শেখ শাহজাহানকে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে।
শেখ শাহজাহানের ৩-৪ জন আত্মীয়কে জিজ্ঞাসাবাদেরও এই তথ্য উঠে এসেছে। সোমবার, শেখ শাহজাহান, আলমগীর, দিদার বক্স মোল্লা-সহ ৪ জনকে আদালতে পেশ করে ED. লিখিত রিপোর্টে ED-র তরফে এও দাবি করা হয়, ফেরি সার্ভিস-সহ একাধিক ক্ষেত্রে নিয়মের তোয়াক্কা না করেই প্রশাসন শেখ শাহজাহানকে টেন্ডার পাইয়ে দিয়েছিল।
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'এগুলো গল্প ছড়িয়ে তৃণমূলের নেতাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য করা হচ্ছে। তথ্য থাকলে কোর্টকে দিন'
সোমবার, শেখ শাহজাহান-সহ ৪জনের কেউই জামিনের আবেদন করেননি। এদিন ৪ জনেরই ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ইডির দাবি, জমি-ভেড়ি দখলের টাকা পৌঁছেছিল ২-৩ জন মন্ত্রীর কাছেও। কিন্তু কারা সেই মন্ত্রী? কবে সামনে আসবে মন্ত্রীদের নাম? উঠছে এমনই প্রশ্ন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মঙ্গলে ভাল খবর পাবেন কারা? প্রেমের সম্পর্কে সিলমোহর?