Narkeldanga News: এক রাতেই বদলে গেল জীবন, সব হারিয়ে নিঃস্ব নারকেলডাঙা খালপাড়ের বাসিন্দারা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এক রাতেই বদলে গেল জীবন। কেউ বাবাকে হারিয়েছেন। কেউ হারিয়েছেন আশ্রয়। টাকা-পয়সা, গয়না, নথি কিছুই বেঁচে নেই। শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার আশায় ছাই হাতড়ালেন কেউ কেউ। সব হারিয়ে নিঃস্ব নারকেলডাঙা খালপাড়ের বাসিন্দারা।
হুগলির পরে জলপাইগুড়ি-ফের আক্রান্ত পুলিশ!
হুগলির পরে জলপাইগুড়ি-ফের আক্রান্ত পুলিশ! মাধ্যমিক পরীক্ষার আগে তারস্বরে মাইক, বন্ধ করতে যেতেই হামলা! জলপাইগুড়ির গরালবাড়ি-নাগপাড়ায় তারস্বরে মাইক। মাইকের আওয়াজ কমানোর কথা বলতেই পুলিশের উপর হামলা পুলিশের উপর হামলা, বেধড়ক মার, গাড়ি ভাঙচুর, একজন আহত
মাওবাদীবাদের বিরুদ্ধে ছত্তীসগঢ়ে অভিযান, ৩১জনের মৃত্যু। ছত্তীসগঢ়ের বিজাপুরে এনকাউন্টার, ৩১ মাওবাদী নিহত। বিজাপুরের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। ছত্তীসগঢ়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, ২ জওয়ানের মৃত্যু। মাওবাদীদের গুলিতে ২ জওয়ানের মৃত্যু, আহত আরও ২।


















