Saumitra Vs Sujata : গাড়ি আটকে 'কর্মীদের মারধর' তৃণমূলের, রাস্তায় দাঁ[ড়িয়ে হুঁশিয়ারি সৌমিত্র খাঁ-র, পাল্টা হুঙ্কার সুজাতার
Saumitra Khan Loksabha Election 2024 সৌমিত্র বোঝাতে চাইছেন , তিনি বড় নেতা, তৃণমূল তাকে অ্যাটাক করেছে। তৃণমূলে খেয়েদেয়ে কাজ নেই। এই ঘটনা ওনার প্রি-প্ল্যানড চক্রান্ত।
![Saumitra Vs Sujata : গাড়ি আটকে 'কর্মীদের মারধর' তৃণমূলের, রাস্তায় দাঁ[ড়িয়ে হুঁশিয়ারি সৌমিত্র খাঁ-র, পাল্টা হুঙ্কার সুজাতার Saumitra Khan Alleges TMC beaten BJP Workers At Patrasayar Bankura under Bishnupur Constituency TMC Candidate Sujata Mondal Reacts Loksabha Election 2024 Saumitra Vs Sujata : গাড়ি আটকে 'কর্মীদের মারধর' তৃণমূলের, রাস্তায় দাঁ[ড়িয়ে হুঁশিয়ারি সৌমিত্র খাঁ-র, পাল্টা হুঙ্কার সুজাতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/02/4ba37aaf1f7bf89d3bb8b96062a8a99c171203238894753_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তুহিন অধিকারী, বাঁকুড়া : বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র গাড়ি আটকে, বিজেপি নেতা, কর্মীদের মারধরের অভিযোগ উঠল বাঁকুড়ার পাত্রসায়রে। সোমবার ভোটের প্রচারে বেলুট গ্রাম পঞ্চায়েত এলাকায় যান সৌমিত্র ও সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, তাঁদের গাড়ি আটকে বাধা দেয় তৃণমূল কর্মীরা। তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। সেখানে দাঁড়িয়ে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়।
সৌমিত্রর অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বিজেপি প্রার্থীর দিকেই আঙুল তুলেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সৌমিত্রর প্রাক্তন স্ত্রী, অধুনা প্রতিদ্বন্দ্বী, সুজাতার দাবি, ' এটা সেটিং, দুষ্কৃতীদের উসকে, নিজের দলের লোকেদের মার খাইয়ে ফুটেজ নিতে চাইছেন' । তিনি আরও বলেন, সেন্টিমেন্ট এবং ফুটেজ নিতে চাইছেন সৌমিত্র। তিনি বোঝাতে চাইছেন , তিনি বড় নেতা, তৃণমূল তাকে অ্যাটাক করেছে। তৃণমূলে খেয়েদেয়ে কাজ নেই। এই ঘটনা ওনার প্রি-প্ল্যানড চক্রান্ত।
সুজাতা আরো বলেন, ' বিজেপি কর্মীরা আপনারা সাবধান হন, আপনারা যার জন্য ঘুরছেন, তিনি নিজের স্বার্থে নিজের দলের লোকদেরকেই মার খাইয়ে দেবেন দুষ্কৃতীদের উসকে দিয়ে সেন্টিমেন্ট নেবেন। ওঁকে বিশ্বাস করবেন না ভরসা করবেন না। পুলিশের উচিত ওঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া । স্থানীয় তৃণমূল নেতৃত্বর অভিযোগ, সৌমিত্র খাঁই দলবল নিয়ে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা প্রাক্তন প্রধানকে মারধর করেছে।
বিষ্ণুপুর লোকসভায় এবার সম্মুখ সমরে এক সময়ের চর্চিত দম্পতি সৌমিত্র খাঁ এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল! আর এই কেন্দ্র থেকে এবারে সিপিএম প্রার্থী হয়েছেন শীতল কৈবর্ত। প্রার্থী ঘোষণার পর থেকেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এক্কেবারে চর্চার শিরোনামে। প্রচারে বেরিয়ে একে অপরকে তুলোধোনা করছেন সৌমিত্র এবং সুজাতা। সৌমিত্রকে কখনও বিষাক্ত কীটের সঙ্গে তুলনা করেছেন সুজাতা। বলেন, ''যিনি বাড়ির স্ত্রীকে মর্যাদা দেন না, যিনি বিষ্ণুপুর লোকসভার মানুষকে দশ বছর বঞ্চনা করেছেন, বাড়ির স্ত্রীকে রাত্রি ৩.৩৫ এ প্রাণভয়ে বেরিয়ে আসতে বাধ্য় করেন, তিনি আর যাই হোক মানুষ অমানুষ কোনওটারই পর্যায়ে পড়েন না। তিনি একটা বিষাক্ত পতঙ্গ কীট।'' এখানেই থেমে থাকেননি সুজাতা, সৌমিত্র খাঁকে অসুর, রাক্ষস বলেও কটাক্ষ করেছেন তিনি। পাল্টা আক্রমণ শানিয়েছেন সৌমিত্র খাঁও। তিনি প্রাক্তন স্ত্রী, সহযোদ্ধা সুজাতাকে উদ্দেশ্য করে বলেছেন, ওঁর মাথার ঠিক নেই, তাই তাঁকে নিয়ে বেশি মন্তব্য করব না !
আরও পড়ুন :
'আমাদের ঠকতে দেখেই কি এই ভাবনা ওর?' চোখের কোণে জল 'বোকা হতে চাওয়া' ছেলেটার মায়ের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)