এক্সপ্লোর
Mamta Kulkarni: 'ভোলি ভালি লড়কি', গানটা শুনলে তাঁরই ছবিটাই ভাসে, আজ মহাকুম্ভে সন্ন্যাস নিলেন এই অভিনেত্রী
Mamta Kulkarni On Mahakumbh 2025: 'ভোলি ভালি লড়কি', গানটা মনে পড়লে, ভেসে ওঠে তাঁরই ছবি। আদতে তিনিই ছিলেন বলিউডের 'বম্বশেল'। মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন অভিনেত্রী মমতা কুলকার্ণী !

'ভোলি ভালি লড়কি', গানটা শুনলে তাঁরই ছবিটাই ভাসে, আজ বের হলেন যাবতীয় মায়া থেকে, মহাকুম্ভে সন্ন্যাস নিলেন এই অভিনেত্রী
1/10

মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন অভিনেত্রী মমতা কুলকার্ণী। এবার অভিনেত্রী মমতা কুলকার্ণী নতুন নামকরণ হয়েছে, মমতা নন্দ গিরি।
2/10

আজ সন্ধ্যায় হল তাঁর পট্টাভিষেক। কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর-এর দায়িত্ব সামলাবেন তিনি।
3/10

একটা সময়ে বলিউডের অন্যতম হিট ছবি 'করণ-অর্জুন'-এ অভিনয় করেছিলেন মমতা কুলকার্ণী। শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করেছিলেন বলিউডের এই ডিভা।
4/10

'ভোলি ভালি লড়কি', সাদামাটা প্রেমের গানটা মনে পড়লে, ভেসে ওঠে তাঁরই ছবি।তবে ৯-এর দশকে, আদতে তিনিই ছিলেন বলিউডের 'বম্বশেল'।
5/10

না হলে কী আর 'কোই যায়ে তো লে আয়ে' গানে কোমর ঝাকিয়ে ওইভাবে ঝড় তুলতে পারতেন!
6/10

কিন্তু রঙিন পর্দার বাইরে, মাদক মামলায় বিতর্কে জড়িয়ে ২৪ বছর ছিলেন দেশছাড়া।
7/10

এদিকে কুম্ভমেলায় উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে এসেছে ভক্তকূল।
8/10

ধ্যানমগ্ন সন্ন্যাসী। দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার। প্রয়াগরাজে সাধু-সন্তদের আখড়ার ধরা পড়েছে নানা রঙের ছবি।
9/10

কেউ হিমশীতল প্রয়াগে বসে রয়েছে ভষ্ম মেখে, কেউ IIT থেকে, কেউ আবার অক্সিজেন সিলিন্ডারকে সঙ্গী করেই পৌঁছে গিয়েছেন আখড়ায়।
10/10

দেশ-বিদেশ থেকে পুণ্য়ার্থীরা সেখানেই ভিড় করছেন বাবার আশীর্বাদ নিতে। তবে এবার প্রকাশ্যে এল আরও এক নতুন ছবি।
Published at : 24 Jan 2025 09:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
