West Bengal News Live: অফিস টাইমেও বাসের আকাল, কর্মী বাড়াচ্ছে পরিবহণ দফতর
West Bengal News Live Updates: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে দেখতে থাকুন এবিপি আনন্দ, চোখ রাখুন এবিপি লাইভে।

Background
কলকাতা: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
১। আর জি কর (RG Kar Protest) মামলায় রাজ্য-CBI-এর দায়ের করার মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত। মামলার অধিকার নিয়ে সওয়াল রাজ্যের। রাজ্য কেন হঠাৎ করে বিচারপ্রক্রিয়ায়? প্রশ্ন CBI-এর।
২। এখনই সঞ্জয়ের ফাঁসি চাইছেন না তারা, আদালতে জানাল চিকিৎসকের পরিবার।
৩। নিয়োগ দুর্নীতির স্পনসর রাজ্য। পরীক্ষায় না বসে মিলেছে চাকরি। সুপ্রিম কোর্টে SSC-র চাকরি বাতিলের মামলার শুনানিতে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জনের।
৪। শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের দাবিতে এসএফআই-এর বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার। আটকানোর চেষ্টা পুলিশের। ব্যাপক ধস্তাধস্তি, পাল্টা লাঠিচার্জ।
৫। উত্তাল ঢাকা, রাজপথে দফায় দফায় ছাত্র সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭টি কলেজের পড়ুয়াদের মধ্যে মারপিট। জখম একাধিক ছাত্র।
৬। নদিয়ার কৃষ্ণগঞ্জে বাঙ্কার-রহস্যের মধ্যেই টুঙ্গি সীমান্তের কাছে দুই রোহিঙ্গা গ্রেফতার। মায়ানমার থেকে কক্সবাজার ক্যাম্প। সেখান থেকে ভারতে ঢোকে ২ জন। বাংলাদেশে ফেরার চেষ্টা করায় পাকড়াও।
৭। সেফের আক্রমণকারী কে? সংশয়ের মধ্যেই শরিফুলের কাছ থেকে উদ্ধার সিম কার্ড ঘিরেও ধোঁয়াশা। কার্ডের মালিককে খুঁজতে মহারাষ্ট্র থেকে নদিয়ার চাপড়ায় এসেও খালি হাত মুম্বই পুলিশের।
৮। এবার কসবার রাজডাঙা। ফের হেলে পড়া বহুতলের হদিশ। ভয়ের চোটে অনেকেই ছেড়েছেন বাড়ি, অনেকে আছেন উপায় নেই বলে। সবাইকে জানিয়েও কাজ হয়নি, অভিযোগ বাসিন্দাদের।
৯। ২ ড়াক্তারের পরে প্রসূতির মৃত্যুতে সিআইডির নজরে মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরএমও। ভবানীভবনে ডেকে চিকিৎসক সৌমেন দাসকে জিজ্ঞাসাবাদ।
১০। ওয়াকফ নিয়ে জেপিসি বৈঠকে বিজেপির তরফে জমা দেওয়া ২২টি সংশোধনী গৃহীত। বিরোধীদের দেওয়া ৪৪টি সংশোধনীই খারিজ। ২৯ জানুয়ারি খসড়া তৈরির পর হবে ভোটাভুটি, খবর সূত্রের।
১০। শহরে গুলেন বেরি সিনড্রোমের থাবা। আক্রান্ত ২ শিশু। ভর্তিইন্সটিটিউট অফ চাইল্ড হেলথের ভেন্টিলেশনে ভর্তি ২ শিশু। পুণেতে আক্রান্তর সংখ্যা শতাধিক। বাড়ছে উদ্বেগ।
১১। মহাকুম্ভে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রিবেণী সঙ্গমে গিয়ে সাধু সন্তদের সঙ্গে করলেন পুণ্যস্নান। তদারকিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
১২। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইল অভয়ার পরিবার। "এক্তিয়ারের মধ্যে থাকুন," বললেন ফিরহাদ। আসফাকুল্লার পর এবার সরকারি স্ক্যানারে প্রতিবাদী কিঞ্জল নন্দ। স্কুলে ২৬০০০ চাকরি বাতিল মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি। আলাদা করা যাবে যোগ্য-অযোগ্য? নাকি বাতিল হবে গোটা প্যানেল? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, আজ রাত ৮টা থেকে এবিপি আনন্দে।
West Bengal News Live: আসানসোলের কুলটিতে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
আসানসোলের কুলটিতে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হাতাহাতিতে জড়াল তৃণমূলের ২ গোষ্ঠী। এমনকী সেই গন্ডগোলে সামিল হলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি এবং তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। ভাইরাল হল ভিডিও। ঘটনায় তৃণমূলের ওয়ার্ড সভাপতির অভিযোগের ভিত্তিতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেন সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
Kolkata Crime News: সাড়ে ৫ হাজার টাকা না পেয়ে অপহরণের অভিযোগ
সাড়ে ৫ হাজার টাকা না পেয়ে অপহরণের অভিযোগ। তিলজলায় টাকা আদায়ের জন্য অপহরণ করে মারধরের অভিযোগ। গ্রেফতার ১, ধৃত শেখ নবাব তিলজলার বাসিন্দা।






















