West Bengal News Live: অফিস টাইমেও বাসের আকাল, কর্মী বাড়াচ্ছে পরিবহণ দফতর
West Bengal News Live Updates: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে দেখতে থাকুন এবিপি আনন্দ, চোখ রাখুন এবিপি লাইভে।
LIVE

Background
West Bengal News Live: আসানসোলের কুলটিতে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
আসানসোলের কুলটিতে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হাতাহাতিতে জড়াল তৃণমূলের ২ গোষ্ঠী। এমনকী সেই গন্ডগোলে সামিল হলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি এবং তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। ভাইরাল হল ভিডিও। ঘটনায় তৃণমূলের ওয়ার্ড সভাপতির অভিযোগের ভিত্তিতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেন সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
Kolkata Crime News: সাড়ে ৫ হাজার টাকা না পেয়ে অপহরণের অভিযোগ
সাড়ে ৫ হাজার টাকা না পেয়ে অপহরণের অভিযোগ। তিলজলায় টাকা আদায়ের জন্য অপহরণ করে মারধরের অভিযোগ। গ্রেফতার ১, ধৃত শেখ নবাব তিলজলার বাসিন্দা।
Kolkata Crime News
সাড়ে ৫ হাজার টাকা না পেয়ে অপহরণের অভিযোগ। তিলজলায় টাকা আদায়ের জন্য অপহরণ করে মারধরের অভিযোগ। গ্রেফতার ১, ধৃত শেখ নবাব তিলজলার বাসিন্দা।
West Bengal News Live: রাস্তায় বাসের আকাল, মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরে ঘুম ভাঙল পরিবহণ দফতরের
রাস্তায় বাসের আকাল, মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরে ঘুম ভাঙল পরিবহণ দফতরের। সরকারি বাসের জন্য চালক, কন্ডাক্টর-সহ ৮৪৫জনের চুক্তিভিত্তিক নিয়োগ। অফিস টাইমেও বাসের আকাল, কর্মী বাড়াচ্ছে পরিবহণ দফতর। চুক্তিভিত্তিক চালক, কন্ডাক্টর নিয়োগে রাজ্য মন্ত্রিসভার সম্মতি।
Sealdah News Live: কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের সেন্টার শিয়ালদা?
কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের সেন্টার শিয়ালদা? আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! সেই বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র-সহ ৫জন আটক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
