Saumitra Khan Update: দলবদলের জল্পনার মধ্যেই নতুন দায়িত্ব সৌমিত্রকে, অর্জুন চলে যাওয়ায় শূন্যস্থান পূরণের চেষ্টা!
West Bengal BJP: বিজেপি সাংসদ সৌমিত্র নিজে যদিও বিজেপি-তে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। অর্জুনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভাল হলেও, রাজনৈতিক মত সম্পূর্ণ বিপরীত বলে জানিয়েছেন তিনি।
কলকাতা: নিজে তো দলবদল করেইছেন, ভ্রাতৃসম সৌমিত্র খাঁকে (Saumitra Khan) নিয়েও জল্পনা উস্কে দিয়েছেন অর্জুন সিংহ (Arjun Singh) সেই নিয়ে শোরগোলের মধ্যেই সৌমিত্রকে নয়া দায়িত্ব দিল বিজেপি (BJP)। তাঁর হাতে বিজেপি-র শ্রমিক সংগঠন সংক্রান্ত বিভাগের দায়িত্ব তুলে ধরা হল। তাতে জল্পনায় ইতি পড়ার বদলে, তা আরও জোর পাচ্ছে। প্রশ্ন উঠছে, নতুন দায়িত্ব দিয়ে কি সৌমিত্রকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন রাজ্য বিজেপি-র নেতৃত্ব!
সৌমিত্র নিজে তৃণমূলে যাওয়ার সম্ভাবনা খারিজ করেছেন
বিজেপি সাংসদ সৌমিত্র নিজে যদিও বিজেপি-তে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। অর্জুনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভাল হলেও, রাজনৈতিক মত সম্পূর্ণ বিপরীত বলে জানিয়েছেন তিনি। আরও এক কদম এগিয়ে সৌমিত্র বলেন, "চতুর শিয়াল ভাইপো বন্দ্যোপাধ্যায়, যে দিন তৃণমূল (TMC) থেকে পদত্যাগ করবেন, আমি সে দিন তৃণমূল নিয়ে ভাবব। আগে উনি পদত্য়াগ করুনব। অনেক কিছুর নায়ক এই চতুর শিয়াল। তাঁর হাত ধরে আমি বলির পাঁঠা হব না। আমি চতুর শিয়ালের পতন দেখতে চাই।"
সৌমিত্রর তৃণমূলে যোগদানের খবর নিয়ে মতামত জানতে চাইলে বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ খানিকটা আড়াল রেখেই বলেন, "কে, কখন যাবেন কিছু বলা সম্ভব নয়। সময়ই কথা বলবে।" এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, "বিজেপির মধ্যে অবিশ্বাসের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। দরজা খোলা আছে। কেউ যেতে চাইলে যেন এখনই চলে যায়।"
আরও পড়ুন: Arjun on Saumitra : "ওয়েট অ্যান্ড সি", সৌমিত্র খাঁকে নিয়ে জল্পনা উস্কে দিলেন অর্জুন
তার পর বিকেল গড়াতেই সৌমিত্রকে নতুন দায়িত্বে আনা হল। এই মুহূর্তে রাজ্যে বিজেপি-র যুব কর্মীদের উদ্বুদ্ধ করার কাজে নিযুক্ত রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাত। তৃণমূলে যোগদানের আগে শ্রমিক আন্দোলন সংক্রান্ত যাবতীয় কাজকর্মের দেখভাল করতেন অর্জুন। তিনি দলত্যাগ করায়, সেই জায়গাতেই আনা হল সৌমিত্রকে। শ্রমিকদের অভাব-অুযোগ তুলে দরা, সকলকে একজোট করে সুসংহত আন্দোলনের ডাক দেওয়ার উপর জোর দিতে বলা হয়েছে সৌমিত্রকে। এই দায়িত্ব হাতে তুলে দিয়ে বিজেপি আসলে সৌমিত্রকে দিয়ে অর্জুনের শূন্যস্থান পূরণ করার চেষ্টা চালাচ্ছে বলেও মনে করছে রাজনৈতিক মহল।
আগামী দিনে বিজেপি থেকে দলে দলে যোগ তৃণমূলে!
যদিও এই মুহূর্তেই সৌমিত্র বিজেপি-তে যোগ দিচ্ছেন, এমন দাবি করেননি অর্জুন। বরং তিনি জানান, সৌমিত্র তাঁর ভাইয়ের মতো। এত তাড়াতাড়ি নিশ্চিত ভাবে কিছু বলা উচিত নয়। তবে আগামী দিনে বিজেপি ছেড়ে একে একে অনেকেই তৃণমূলে আসতে চলেছেন বলে জানান তিনি।