Sayantika Banerjee : বিতর্কের আবহে সৌগতরই পাশে 'শ্রেষ্ঠ MLA সায়ন্তিকা', ছেড়ে কথা বললেন না কল্যাণকে
সৌগত রায়ের চোখে শ্রেষ্ঠ MLA সায়ন্তিকা জানালেন তাঁর চোখেও শ্রেষ্ঠ MP সৌগত।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়কে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন ৪ বারের তৃণমূল সাংসদ সৌগত রায়। বলেছিলেন, সায়ন্তিকার জন্যই ছুটে এসেছেন ! আর তারপর সায়ন্তিকাও ব্যাট ধরলেন সৌগত রায়ের হয়ে। বললেন 'শ্রেষ্ঠ সাংসদ'। কিছুদিন আগে এক অনুষ্ঠানে সৌগতও বলেছিলেন, 'আমি দৌড়তে দৌড়তে এসেছি তার কারণ আমাদের শ্রেষ্ঠ MLA সায়ন্তিকা আমায় ডেকেছে।' সৌগত রায়ের চোখে শ্রেষ্ঠ MLA সায়ন্তিকা, আর সায়ন্তিকার চোখেও শ্রেষ্ঠ MP সৌগত।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সৌগত রায়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে, নারদা-ইস্যুতে ক্ষুরধার আক্রমণ করেন। একযোগে কল্যাণ এক মহিলা সাংসদ , কীর্তি আজাদ ও সৌগত রায়ের বিরুদ্ধে সরব হয়।তৃণমূলের সেই গৃহযুদ্ধের আবহেই এবার সৌগত রায়ের পাশে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
সৌগত রায়কে শ্রেষ্ঠ সাংসদের তকমাও দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক। বললেন, 'সৌগত রায়ের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করি না। যে কোনও প্রয়োজনে দমদমের সাংসদকে পাশে পাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল, দলের অন্দরে বলা।'
সৌগতকে নিয়ে কী বলেছেন কল্যাণ ?
নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তৃণমূলের হেভিওয়েট-বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে বেনজির আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, 'ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়েরাই করেছে'। সৌগত রায় নারদের টাকা নিয়েছিলেন বলে, আক্রমণ শানান কল্যাণ। একেবারে বিরোধীদের ধাঁচে দলেরই সাংসদদের একাংশকে আক্রমণ করে কল্যাণ বলেন, ' চোরগুলো সব একসঙ্গে বেশ এক জায়গায় চলে এসেছে। কেউ এর কাছে গিফট নিচ্ছে, কেউ লন্ডনে যাচ্ছে, কেউ নারদার টাকা খাচ্ছে। কেউ ওমুকের টাকা খাচ্ছে। দু'নম্বরি লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ সময় লাগে না।' পাল্টা সৌগত বলেন, 'অনেকেই বলে যে ওর কোনও মেন্টাল কমপ্লেক্স আছে যার জন্য এইরকম আচরণ করে।'
এই ঘটনার পরই সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলের অন্দরের কলহে সৌগতরই পাশে দাঁড়িয়েছেন বিধায়ক সায়ন্তিকা। কিছুদিন আগেই সৌগত রায় বলেছিলেন, ''আমাদের তো সায়ন্তিকা আছে। আগে তাপস ছিল সে খুব হম্বিতম্বি করত। কিন্তু সায়ন্তিকা কারও উপর হম্বিতম্বি করে না। ভালবেসে সবাইকে সঙ্গে নিয়ে চলে। সেইজন্যই ও ব্রাত্যকে নিয়ে আসতে পেরেছে। আজকে এখানে আসতে আমি সকাল সাড়ে ৭টা থেকে ইদের নমাজে যাচ্ছিলাম, আর লোকের বাড়ি ইদের খাওয়া খাচ্ছিলাম। কিন্তু আমি দৌড়তে দৌড়তে এসেছি তার কারণ আমাদের শ্রেষ্ঠ MLA সায়ন্তিকা আমায় ডেকেছে। আর আমাদের শ্রেষ্ঠ মন্ত্রী ব্রাত্যকেও ধরে এনেছে''। সেদিন সায়ন্তিকার প্রশংসা করার পরই সৌগত পেলেন তাঁর সমর্থন।






















