Sealdah Metro: অবশেষে কাঙ্খিত দিন ঘোষণা, ১১ জুলাই শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন স্মৃতি ইরানি
Sealdah Metro Inauguration: ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবাও। এটি ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East Wesr Metro) একটি অংশ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: অবশেষে জানা গেল শিয়ালদা মেট্রোর (Sealdah Metro) উদ্বোধনের দিন। আগামী ১১ জুলাই হবে উদ্বোধন। আগামী সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। এমনটাই খবর মিলেছে সূত্র মারফত।
অবশেষে শিয়ালদা মেট্রোর উদ্বোধনের দিন ঘোষণা
আগামী ১১ জুলাই, সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি, খবর সূত্রের। ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবাও। এটি ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East Wesr Metro) একটি অংশ। আপাতত সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। যাত্রাপথে শিয়ালদা স্টেশন জুড়ে যাওয়ায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা অনেকটাই বাড়বে বলে মেট্রো কর্তৃপক্ষের আশা।
সুবিধা পাবেন যাত্রীরা
মেট্রো সূত্রে খবর, শিয়ালদা স্টেশনের উদ্বোধন হলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনি আয় বাড়বে মেট্রোর। প্রসঙ্গত, শিয়ালদায় মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন। রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: Purulia: সাইকেল নিয়ে বেরিয়েছিল টিউশনি পড়তে, পথ দুর্ঘটনায় মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রীর
প্রতিদিন শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করেন লক্ষাধিক যাত্রী। মেট্রো রেল পরিষেবা শুরু হলে সময় অনেকটাই কম লাগবে নিঃসন্দেহে। ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন চালু হলে একদিকে যেমন বাড়বে যাত্রী সংখ্যা। তেমনই লাভের মুখ দেখবে বলে মেট্রো, এমনটাই আশা করছে কর্তৃপক্ষ। এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। মাটির ওপরের মতো মাটির নীচেও ভিড় যথেষ্ট বেশি হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
তবে শিয়ালদা মেট্রোর উদ্বোধন ঘিরেও রাজনৈতিক তরজা অব্যাহত। মেট্রো কর্তৃপক্ষ ও বিজেপিকে নিশানা মেয়র ফিরহাদ হাকিমের। ‘মুখ্যমন্ত্রী ওই সময় উত্তরবঙ্গে থাকবেন। পরিকল্পনা করেই সোমবার উদ্বোধন করা হচ্ছে,' অভিযোগ ফিরহাদ হাকিমের।





















