Sealdah Train Cancel: শিয়ালদা উত্তর শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল, পরিষেবা স্বাভাবিক হবে কবে ?
Sealdah 143 Train Cancel: শিয়ালদা মেন ও শিয়ালদা-বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল..
কলকাতা: সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণে ৫২ ঘণ্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। তার জেরে গতকাল মাঝরাত থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত শিয়ালদা মেন ও শিয়ালদা-বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Sealdah North Section ,143 local trains Cancel )। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও। শতাধিক লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রী দুর্ভোগের আশঙ্কা রয়েছে।
ট্রেন বাতিলের খবরের মাঝেই খুশির হাওয়া গঙ্গা নদীর দুইপারে। শুক্রবার সকালে গঙ্গার নীচে ইতিহাস রচনা করেছে কলকাটা মেট্রো। আর সেই ইতিহাসে যাঁদের নাম লেখা হয়েছে, তাঁদের একজন বিকাশ কর। ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে যাওয়া প্রথম মেট্রোর চালক। দিবাকরের চালানো ট্রেনে সফর করেন তাঁর স্ত্রী ও মেয়েরা। শুক্রবার সকালে গঙ্গার নীচে ইতিহাস রচনা করে কলকাটা মেট্রো। আর সেই ইতিহাসে যাঁদের নাম লেখা হয়, তাঁদের একজন বিকাশ কর।
ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে যাওয়া প্রথম মেট্রোর চালক। গঙ্গার নীচে সুড়ঙ্গে নীল আলো দেখতে রাত থেকে টিকিটের জন্য লাইন দেন যাত্রীরা। দিবাকরের চালানো ট্রেনে সফর করলেন তাঁর স্ত্রী ও মেয়েরা। যে সফর নিয়ে এত হইচই, সেই সফরের প্রথম ট্রেনের চালকের আসনে ছিলেন দমদমের বাসিন্দা বিকাশ কর।অন্যান্য যাত্রীদের সঙ্গে ট্রেনটিতে সফর করেন, তাঁর স্ত্রী ও দুই মেয়ে।ঐতিহাসিক সফরের অংশ হতে পেরে যাত্রীদের পাশাপাশি, খুশি প্রথম মেট্রোর চালকও।
সম্প্রতি ব্যান্ডেল-কাটোয়া শাখায় হুগলির কুন্তিঘাট স্টেশনের কাছে রেলের ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। ভোর ৫টা থেকে ডাউন লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছিল একাধিক লোকাল। মেল এবং এক্সপ্রেস ট্রেন আপ লাইন দিয়ে পাস করানো হচ্ছিল। এর ফলে নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছিল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। কাজের দিন হওয়ায় সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। ভোরবেলা বহু কৃষক সবজি নিয়ে স্থানীয় বাজারে এসেছিলেন। তাঁরাও সমস্যায় পড়েছিলেন। কুন্তিঘাট স্টেশনের কাছে রেলের ওভারহেড তার মেরামতির কাজ চলছিল।
আরও পড়ুন, আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)