West Bengal News Live: দাদার পর গ্রেফতার শেখ শাহজাহানের ভাইও
West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..
LIVE
Background
- লোকসভা ভোটে ২৩টি আসন পেতে পারে তৃণমূল। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত। বিজেপি পেতে পারে ১৯টি আসন। ৭ শতাংশ ভোট পেলেও, সমীক্ষায় কোনও আসন পাচ্ছে না বাম-কংগ্রেস।
- ভোট শতাংশের নিরিখে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে বিজেপি। তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৪২ শতাংশ ভোট। বিজেপির ৪১। ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়।
- বিরোধীদের উড়িয়ে তৃতীয়বার ক্ষমতায় আসতে পারেন মোদি। স্পষ্ট ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়। ৩৭০-এর কাছাকাছি থামতে পারে এনডিএ। ১৫৬তেই থমকে যেতে পারে ইন্ডিয়া জোট।
- আজ দুপুরে লোকসভা ভোটের দিন ঘোষণা। ১৬ এপ্রিল থেকে ভোট হতে পারে ১ মাস ধরে। বাংলায় হতে পারে ৭ দফায়। একসঙ্গে রাজ্যে ২ উপনির্বাচনেরও সম্ভাবনা।
-
নির্বাচনী বন্ডের সিংহভাগই বিজেপির প্রাপ্তি। ৬ হাজার ৬০ কোটি অনুদান, জানাল কমিশন। ২ নম্বরে তৃণমূল। তারপরে কংগ্রেস, বিআরএস, বিজেডি, ডিএমকে।
West Bengal Live News: দাদার পর গ্রেফতার শেখ শাহজাহানের ভাইও
দাদার পর গ্রেফতার শেখ শাহজাহানের ভাইও। সিবিআইয়ের হাতে গ্রেফতার শেখ আলমগির-সহ ৩। ইডির ওপর হামলার ঘটনায় শেখ আলমগির-সহ ধৃত ৩। গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ টিএমসিপি নেতা মাফিজুর মোল্লা ও সিরাজুল মোল্লা। ৫ জানুয়ারি হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ১৪। 'জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেননি আলমগির, বয়ানে একাধিক অসঙ্গতি'। '৫ জানুয়ারি হামলার দিন ঘটনাস্থলেই ছিলেন শেখ আলমগির'। লুকিয়ে থাকার সময় শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ ছিল আলমগিরের, সিবিআই সূত্রে খবর।
WB Live News: 'রক্ত দিয়ে রাজনৈতিক হোলি বাংলায় আর হতে দেওয়া যাবে না', বার্তা রাজ্যপালের
'ভোটের প্রথমদিন থেকে ময়দানে থাকব। হিংসা ও দুর্নীতি রোখাই আমার প্রাথমিক লক্ষ্য। রক্ত দিয়ে রাজনৈতিক হোলি বাংলায় আর হতে দেওয়া যাবে না। ভোর ৬টা থেকে রাস্তায় থাকব।' মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।
West Bengal Live News: নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর, পাল্টা আক্রমণে কুণাল ঘোষ
নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর, পাল্টা আক্রমণে কুণাল ঘোষ। 'মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন, শুভেন্দু রুচিহীন ভাবে আক্রমণ করছেন'। 'প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করছেন আর শুভেন্দু কটাক্ষ করছেন'। শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণে কুণাল ঘোষ। শুভেন্দুকে জবাব দিতে আজই খেজুরিতে পাল্টা সভার ডাক তৃণমূলের।
WB Live News: নিউ মার্কেটে হোটেলের নীচে ধস্তাধস্তি, পড়ে মৃত্যু প্রৌঢ়ের
নিউ মার্কেটে হোটেলের নীচে ধস্তাধস্তি, পড়ে মৃত্যু প্রৌঢ়ের। টাকা নিয়ে কয়েক জনের মধ্যে বচসা-হাতাহাতি, পুলিশ সূত্রে খবর। ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের, মৃতের নাম মুন্না, বয়স ৫১। আটক ৩, তদন্তে লালবাজারের হোমিসাইড সাইড শাখা
West Bengal Live News: বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে আক্রমণ অর্জুন সিংহর
বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে আক্রমণ অর্জুন সিংহর। 'দুয়ারে ইডি পৌঁছচ্ছে, সন্দেশখালি টু নৈহাটি ট্রেন চালু হয়েছে।' 'শিবু হাজরার সঙ্গে পার্থর সম্পত্তির নথি রয়েছে।' 'কীভাবে হোটেলের মালিক হয়েছে, মাছের ব্যবসা রয়েছে, সব নথি আছে।' 'কত দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন পার্থ, সময় এলেই বুঝবেন।' বিজেপিতে যোগ দিয়েই হুঁশিয়ারি অর্জুন সিংহর।