Raniganj Gold Shop Dacoity:রানিগঞ্জে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ধৃত আরও ১
Second Accused Arrested:সোনার দোকানে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। নাম সোনু সিং।
কৌশিক গাঁতাইত, রানিগঞ্জ: সোনার দোকানে ডাকাতির (Gold Shop Dacoity Arrest) ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। নাম সোনু সিং। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল গত কাল রাতে তাকে ভিন রাজ্য থেকে গ্রেফতার করে।
বিশদ...
চিকিৎসার জন্য সোনুকে প্রথমে ধানবাদে নিয়ে আসা হয়েছিল। আজ, মঙ্গলবার, সকালে আদালতে সমস্ত বিষয় জানিয়ে তার চিকিৎসার জন্য অনুমতি নেওয়া হয়। অনুমতি পাওয়ার পরই সোনুকে নিয়ে তদন্তকারি দল পশ্চিমবঙ্গের দিকে রওনা দেয়। রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় আগেই গ্রেফতার হয়েছে সুরজ কুমার সিং। সূত্রের খবর, সেই অভিযুক্তকে জেরা করে লুঠের বেশ কিছু অলঙ্কার, আসানসোল থেকে ছিনতাই করা গাড়ি, গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও বেশ কিছু কার্তুজ উদ্ধার করে পুলিশ।
ডাকাতির ঘটনা...
দিনদুয়েক আগে রানিগঞ্জের 'সেনকো গোল্ড'-র বিপণিতে ফের ডাকাতির অভিযোগ ওঠে। ভরদুপুরে রানাঘাটের মতো একই কায়দায় রানিগঞ্জের শোরুমে লুটপাট করে গুলি চালাতে চালাতে পালিয়ে যায় দুষকৃতীরা। তবে গোটা পর্ব জুড়ে ছিল টানটান উত্তেজনা। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের কয়েক রাউন্ড গুলির লড়াই চলেছিল সেদিন যার ছবি সোনার বিপণির বাইরে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়ে। লক্ষণীয় বিষয় হল, এই ডাকাতির ঘণ্টা দুয়েকের মধ্যেই আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করেছিল দুষকৃতীরা। দুই জায়গাতেই একই গ্যাংয়ের যোগ বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। ধৃত সুরজকে জেরা করে আসানসোল থেকে ছিনতাই সেই গাড়ির হদিশ পাওয়া গিয়েছে বলে ধারণা পুলিশের।
রানিগঞ্জের গত বছর রানাঘাটের লুটপাট করে পালানোর সময় সশস্ত্র দুষকৃতীদের সঙ্গে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির অফিসার-ইন-চার্জ মেঘনাদ মণ্ডলের সঙ্গে গুলির লড়াই চলে। এমনকী বুলেট ছিটকে এসে লেগেছিল। রাস্তার ওপরেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় গুলির খোল। আসানসোল শিল্পতালুকে ফের দুষ্কৃতীরাজ। দিনেদুপুরে পুলিশের সঙ্গে ডাকাতদের রোমহর্ষক সংঘর্ষের সাক্ষী থাকে রানিগঞ্জ। এনকাউন্টারে রক্তাক্ত হলেও শেষপর্যন্ত বাইকে চড়ে পগারপার হয়ে যায় দুষ্কৃতীরা। গত কাল, ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়। তার নাম সুরজ কুমার সিং। উদ্ধার হয় আসানসোল থেকে ছিনতাই করা গাড়ি। ওই গাড়িতেই মেলে রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমের বেশ কিছু গয়না ও কার্তুজ, খবর পুলিশ সূত্রে।
আরও পড়ুন:২ দিনে গরম হবে আরও তীব্র, তাপপ্রবাহের বড় সতর্কতা ৯ জেলায়