Weather Update : ২ দিনে গরম হবে আরও তীব্র, তাপপ্রবাহের বড় সতর্কতা ৯ জেলায়
Heat Wave Alert : বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ৯ জেলায়।
ঝিলম করঞ্জাই, কলকাতা : প্রবল গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ ( South Bengal Weather) । জেলায় জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে । মঙ্গল ও বুধে গরম হতে পারে আরও তীব্র। দু'দিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আগামী ১৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের ( South Bengal Weather ) একাধিক জেলা তীব্র তাপপ্রবাহের কবলেই থাকবে। কিছু জেলায় চলবে মৃদু তাপপ্রবাহ। দু একটি জেলায় চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা থাকবে। ফলে গরমের কষ্ট বাড়তে পারে।
সকাল থেকে ঘাম প্যাচপ্যাচে গরম থাকবে। মঙ্গলবার ও বুধবার তেমন ভাবে বৃষ্টি হবে না যদিও। বরং দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহ চলবে। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে -
- বীরভূম
- পশ্চিম বর্ধমান
- পূর্ব বর্ধমান
- বাঁকুড়া
- পুরুলিয়া
- ঝাড়গ্রাম
- পূর্ব মেদিনীপুর
- পশ্চিম মেদিনীপুর
- দক্ষিণ ২৪ পরগনা জেলায়
বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আছে । বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি হবে। সঙ্গে দমকা বাতাস বইবে। মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় অভিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা।
১১ জুন পশ্চিমবঙ্গের কোথায় কেমন তাপমাত্রা, জানাল মৌসম ভবন :
সূত্র : https://mausam.imd.gov.in/
Date: 2024-06-11 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
Asansol | 42.8 (10/06) | 5.6 | 29.7 | 3.9 | 71 | 34 (10/06) | NIL |
Baharampur | 39.0 (10/06) | 3.7 | 26.6 | 0.5 | 90 | 62 (10/06) | 8 |
Bankura | 42.9 (10/06) | 6.3 | 27.9 | 1.5 | 73 | 42 (10/06) | NIL |
Burdwan | 40.0 (10/06) | 3.9 | 27.0 | 0.1 | 77 | 59 (10/06) | NIL |
Carnicobar | 28.2 (10/06) | -2.6 | 28.4 | 4.0 | 83 | 90 (10/06) | 9 |
Coochbehar | 32.1 (10/06) | 0.3 | 25.5 | 1.2 | 92 | 86 (10/06) | 15 |
Darjeeling | 21.5 (10/06) | -- | 17.4 | -- | 95 | 93 (10/06) | NIL |
Diamond Harbour | 36.0 (10/06) | 2.4 | 30.2 | 3.0 | 88 | 86 (10/06) | NIL |
Digha | 36.5 (10/06) | 3.3 | 29.0 | 1.6 | 78 | 80 (10/06) | NIL |
Jalpaiguri | 32.0 (10/06) | -0.9 | 25.6 | 0.6 | 88 | 81 (10/06) | NIL |
Kalimpong | 24.5 (10/06) | -1.1 | 21.8 | 5.7 | 96 | 91 (10/06) | 1 |
Kolkata-Alipur | 37.6 (10/06) | 3.1 | 30.2 | 3.0 | 77 | 68 (10/06) | NIL |
Kolkata-Dum Dum | 38.5 (10/06) | 3.2 | 29.8 | 2.8 | 73 | 67 (10/06) | NIL |
Kolkata-Howrah | 38.5 (10/06) | -- | 28.5 | -- | 78 | 74 (10/06) | NIL |
Kolkata-Salt Lake | 37.5 (10/06) | -- | 29.6 | -- | 78 | 70 (10/06) | NIL |
Krishnanagar | 39.2 (10/06) | 3.0 | 28.8 | 3.4 | 69 | 54 (10/06) | 3 |
Malda | 37.1 (10/06) | 2.2 | 28.0 | 1.3 | 83 | 70 (10/06) | NIL |
Maya Bandar | 25.0 (10/06) | -5.2 | 23.8 | -0.5 | 85 | 98 (10/06) | 55 |
Midnapore | 41.5 (10/06) | 6.4 | 29.1 | 2.2 | 76 | 54 (10/06) | NIL |
Nancowrie | 30.8 (10/06) | 0.1 | 28.4 | 3.2 | 81 | 77 (10/06) | NIL |
Panagarh | 44.9 (10/06) | -- | 30.2 | -- | 70 | 58 (10/06) | NIL |
Port Blair | 28.7 (10/06) | -1.4 | 23.7 | -0.7 | 90 | 93 (10/06) | 63 |
Sriniketan | 41.4 (10/06) | 5.3 | 28.4 | 1.9 | 74 | 57 (10/06) | NIL |
আরও পড়ুন :