Kharagpur News: খড়গপুরে বিজেপি প্রধানের হোটেল থেকে মধুচক্রের অভিযোগ, গ্রেফতার ১, আটক ৪
Kharagpur News Update: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত গোপালীর গ্রাম পঞ্চায়েত বিজেপির প্রধান বিমল দাসের হোটেলে মধুচক্র চলত এমনটাই অভিযোগ ছিল।
বিশ্বজিৎ দাস, সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে বিজেপি প্রধানের হোটেল থেকে মধুচক্রের অভিযোগে চারজন মহিলাকে আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে হোটেলের ম্যানেজারকেও। বিজেপি প্রধানের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে এফআইআর। আর এই ঘটনায়, বিজেপি প্রধানকে গ্রেফতারের দাবিতে আজ যুব তৃণমূল বিক্ষোভ দেখায় ওই হোটেলের গেটে। ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত গোপালীর গ্রাম পঞ্চায়েত বিজেপির প্রধান বিমল দাসের হোটেলে মধুচক্র চলত এমনটাই অভিযোগ ছিল। গতকাল রাতে, খড়গপুর লোকাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হোটেল থেকে চারজন মহিলাকে আটক ও পুরুষ ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আজ দুপুরে খড়গপুর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোপালীর বিজেপির প্রধান বিমল দাসের গ্রেফতারের দাবি তুলে হোটেলের সামনে বিক্ষোভ দেখায়।
অন্যদিকে সদ্যই, অন্য রাজ্য থেকে যুবতীদের নিয়ে এসে হোটেলের মধ্যে খুলে ফেলেছিল মধুচক্র। খবর পেয়ে হানা দিয়ে ওই হোটেল থেকে নাবালিকা সহ ৮ জনকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ (East Burdwan News)। এই ঘটনায় ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের ফাগুপুর এলাকার একটি হোটেলে মধুচক্রের আসর বসছে বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। তার ভিত্তিতে হানা দিতেই হাতেনাতে ফল মেলে। হোটেলটি থেকে একজন নাবালিকা সহ আট যুবতীকে উদ্ধার করা হয়। তার মধ্যে কয়েকজন অন্য রাজ্যের আর বাকিরা পশ্চিমবঙ্গেরই অন্য জেলার বাসিন্দা। এই ঘটনার পরে হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে ম্যানেজার প্রশান্ত মালকে গ্রেফতার করে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে ধৃতকে চারদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বর্তমানে এই মধুচক্রের সঙ্গে কারা কারা জড়িত, কোথা থেকে কীভাবে নিয়ে আসা হত ওই যুবতীদের তা জানতে তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। একই সঙ্গে হোটেলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। স্থানীয়দের কথায়, বেশ কিছুদিন ধরে ওই হোটেলে নানা ধরনের মেয়েকে দেখা যেত। অনেক অচেনা লোকেরও যাতায়াত ছিল সেখানে। বিষয়টি নিয়ে সন্দেহ হতেই পুলিশকে জানানো হয়। তার ভিত্তিতে তল্লাশি হতেই আসল ঘটনা সামনে আসে। তবে শুধু ওই হোটেল ম্যানেজারই নয়, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। আশা করা যায়, পুলিশ সবাইকে গ্রেফতার করবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।