Burdwan News: বর্ধমানে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, স্কুল ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়
Burdwan Accident: বর্ধমানের গোলাহাটে আসার পথে বেড়মোড় এলাকায় একটি বালি বোঝাই ট্রাকটর বাইকটিকে ধাক্কা মারে।
কমলকৃষ্ণ দে, বর্ধমান : বর্ধমানে (Burdwan) দুটি পৃথক পথ দুর্ঘটনায় (Accident) মৃত ১ স্কুল ছাত্র, আহত কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার সহ ২ জন। জানা গিয়েছে, না প্রথম দুর্ঘটনাটি ঘটে বর্ধমান শহরের বেড়মোড় এলাকায় এবং দ্বিতীয়টি ঘটে বর্ধমান শহরের বাদামতলা মোড় এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের বাড়ি কেশবপুর থেকে বাবার সঙ্গে বাইকে করে বর্ধমানের গোলাহাটে আসার পথে বেড়মোড় এলাকায় একটি বালি বোঝাই ট্রাকটর বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই স্কুল ছাত্র মন্তাসীর সেখ (১১) এর মৃত্যু হয়। বাবা আহত হলে বর্ধমান মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, অন্য ঘটনাটি ঘটে বর্ধমান শহরের বাদামতলা মোড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুডশেড রোড থেকে একটি সার বোঝাই লরি বীরহাটার দিকে যাবার পথে বাদামতলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি স্কুটারকে ধাক্কা মারার পর কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারকেও ধাক্কা মারে। এই ঘটনায় স্কুটার আরোহী ও সিভিক ভলেন্টিয়ার আহত হয়।তাদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বর্ধমান মেডিকেলে পাঠায়।
আরও পড়ুন, হলদিয়ায় আইওসির রিফাইনারিতে ফের বিধ্বংসী আগুন, আহত ৩
উল্লেখ্য একদিন আগেই উলুবেড়িয়ার জগৎপুর জোড়াকলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক ঘটনা ঘটে। পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয় মা-মেয়ের। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, দুজনে তখন রাস্তা পার হচ্ছেন। ঠিক তখনই দ্রুত গতিতে আসা একটি ফাঁকা অ্যাম্বুলেন্স তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান দুজন। তার পর স্থানীয় বাসিন্দারা দেহ দুটি আটকে রেখে রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে। জ্বালিয়ে দেওয়া হয় ঘাতক অ্যাম্বুলেন্সটিও।