Haldia Fire: হলদিয়ায় আইওসির রিফাইনারিতে ফের বিধ্বংসী আগুন, আহত ৩
Haldia News: এর আগেও ডিসেম্বরে আইওসির প্লান্টে আগুন লেগেছিল। মৃত্যু হয়েছিল ৩জনের, অগ্নিদগ্ধ হয়েছিল ৪৪ জন।
বিটন চক্রবর্তী, হলদিয়া: হলদিয়া পেট্রোকেমে আইওসির (Haldia Petrochem IOC) রিফাইনারিতে বিধ্বংসী আগুন (Fire)। হলদিয়ায় আইওসির রিফাইনারিতে ফের আগুন, আহত ৩। ডিলেড ক্র্যাকার ইউনিটে বিধ্বংসী আগুন লাগে বলে খবর, ৩ শ্রমিক আহত হয়েছে বলে খবর। ডিসেম্বরের পর ফের হলদিয়া আইওসিতে বিধ্বংসী আগুন।
গত বছরের শেষে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কি না তা খতিয়ে দেখতে মক ড্রিল চলছিল এখানে। পাশেই একটি ভবনে চলছিল ওয়েল্ডিংয়ের কাজ। সেখান থেকে আগুন ছিটকে এসে পড়ে তেলের ট্যাঙ্কারে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। যদিও এবার ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সকলের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। তবে বারবার একি জায়গায় এই রকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গ হলদিয়া
এর আগেও ডিসেম্বরে আইওসির প্লান্টে আগুন লেগেছিল। মৃত্যু হয়েছিল ৩ জনের, অগ্নিদগ্ধ হয়েছিল ৪৪ জন। সূত্রের খবর, মক ড্রিলের পরে ফের কাজ শুরু হতেই ওয়েল্ডিং থেকে দুর্ঘটনা ঘটেছিল। অগ্নিকাণ্ড নিয়ে এখনও হলদিয়া পেট্রোকেমের কোনও প্রতিক্রিয়া মেলেনি সেই সময়। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই ৫ জনকে ভর্তি হয়েছে। সেই সময় তাঁদের 'সিভিয়র বার্ন' হয়েছিল।
আরও পড়ুন, বিদ্যুতের বিলে কমবে খরচ! মেনে চলুন এই টিপসগুলি
কীভাবে বিপদের মোকাবিলা করা হবে, তার জন্য হচ্ছিল মক ড্রিল। কিন্তু মক ড্রিল শেষ হতেই ধেয়ে এল বিপদ! হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রিফাইনারিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে, মৃত্যু হয়েছিল একাধিক শ্রমিকের। আহত শ্রমিকদের অনেককে গ্রিন করিডোরের মাধ্যমে আনা হয়েছিল কলকাতায়। IOC সূত্রে খবর, পয়লা ডিসেম্বর থেকে প্লান্টে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তার জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। এরই মধ্যে মঙ্গলবার মক ড্রিল হয়েছিল প্লান্টে। সূত্রের খবর, মক ড্রিল শেষ হওয়ার পরপরই ঘটে বিপত্তি। এক জায়গায় ঝালাইয়ের কাজ হচ্ছিল। সেখানেই কোনওভাবে তরল ন্যাপথা ছিটকে এসে পড়ায়, আগুন ধরে যায়।