Siliguri Accident: সেবক রোডে বিরাট দুর্ঘটনা! কালিম্পংয়ে যাওয়ার সময়ই ধসের কবলে যাত্রীবাহী গাড়ি!
Siliguri Car Accident: ইতিমধ্যে সেবক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধস সরানোর কাজ ও গাড়ি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

বাচ্চু দাস, শিলিগুড়ি: ধসের কবলে যাত্রীবাহী গাড়ি! সেবক রোডে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দ্রুত নেমে প্রাণ বাঁচালেন সকলে। বর্ষার বৃষ্টিতে এমনিতেই পাহাড়ি রাস্তায় পদে পদে বিপদের হাতছানি থাকে। এরই মধ্যে বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল।
আজ সকাল প্রায় ৯টা নাগাদ শিলিগুড়ির সেবক আউটপোস্টের কাছে ১০ নম্বর জাতীয় সড়কের বাঘপুলের কাছে ধস নামে। সেই সময় কালিম্পং থেকে শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী গাড়ি ধসে ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির সামনের অংশে মারাত্মক ক্ষতি হলেও, তৎপর নিত্যযাত্রীরা দ্রুত নেমে পড়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে সেবক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধস সরানোর কাজ ও গাড়ি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহষ্পতিবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে, নদিয়ার কৃষ্ণনগরে দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল। কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে বাস উল্টে জখম হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুটি বাস নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগর আসছিল। নিজেদের মধ্যে রেষারেষির করার ফলে জাহাঙ্গীরপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এর ফলে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী জখম হন।
স্থানীয় সূত্রে খবর, নবদ্বীপ থেকে কৃষ্ণনগরে যাচ্ছিল বাস দুটি। রেষারেষির ফলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় কোতোয়ালি থানার পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়ক।






















