Abhishek Banerjee On SIR: বারুইপুরের ব়্যাম্পে ''ভূত'' হাঁটিয়ে চমক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের !
SIR Baruipur TMC Rally Abhishek Attacks EC: ছাব্বিশের ভোটের আগে এসআইআর ইস্যুতে কমিশনকে তীব্র কটাক্ষ অভিষেকের, বারুইপুরের ব়্যাম্পে ''ভূত'' হাঁটিয়ে চমক !

দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের ব়্যাম্পে ''ভূত'' হাঁটিয়ে চমক অভিষেকের। 'বেঁচে থেকেও খসড়া তালিকায় মৃত', এই অভিযোগের ইস্যু তুলে, নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন , 'বিহার সাফ হয়ে গিয়েছে, এবার বাংলা, সমূলে উৎপাটিত হবে', মালদার সভা থেকে হুঙ্কার শুভেন্দুর
বারুইপুরের ব়্যাম্পে ''ভূত'' হাঁটিয়ে চমক অভিষেকের !
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই আজকে ব়্যাম্প হয়েছে, সবার খুব কৌতুহল, কেন ব়্যাম্প হয়েছে ? সংবাদ মাধ্যমেরও খুব কৌতুহল। যারা এসছেন আপনাদেরও কৌতুহল। সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতুহল। যে হঠাৎ করে এত বড় ব়্যাম্প কেন ? কে হাঁটবে? এই ব়্যাম্পে আমি আজকে তিনজন ভূতকে হাঁটাবো। আপনারা দেখবেন ? এরপরেই অভিষেক তিনজনকে নিয়ে আসতে নির্দেশ দেন। এরপরে স্টেজে আসতে দেখা যায় তিনজনকে। যাদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন মহিলা। যাদের সঙ্গে সরাসরি কথোপকথনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম জিজ্ঞেস করতেই তিন জনে একে একে তাঁদের নাম জানান। মনিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মিসেস মায়া দাস।
'কোনও দিন মৃত ব্যক্তিদের ব়্যাম্পে হাঁটতে দেখেছেন ?'
এরপরে অভিষেকের কথায়, 'দুই ভদ্রলোকের বাড়ি মেটিয়াবুরুজ এবং বউদির বাড়ি কাকদ্বীপ বিধানসভা।' দর্শকাসনে প্রশ্ন ছুঁড়ে দেন যে তাঁরা এই তিনজনকে সশরীরে দেখতে পাচ্ছে কিনা ? ওদিক থেকে উত্তর আসে হ্যাঁ। এরপরেই নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বলেন, ইলেকশন কমিশন এদেন দেখতে পাচ্ছে না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি ব়্যাম্প বানিয়েছি। আর এরকম তিনটে চারটে কেস না, খালি দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৪ জন রয়েছে, যারা জীবন্ত, বহাল তবিয়তে রয়েছেন। কিন্তু ওদের দেখিয়ে দিয়েছে মারা গিয়েছে। কোনও দিন মৃত ব্যাক্তিদের ব়্যাম্পে হাঁটতে দেখেছেন ? এই কারণে আমি তৈরি করেছি (ব়্যাম্প-র দিকে দেখিয়ে)। যে এদের কী চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি, একটি মানুষেরও মৌলিক অধিকার যেতে দেব না। দিল্লি আগামীদিন তৃণমূল যাবে। বীর বিজেপির দালালরা তৈরি থাকো।'
'দিল্লি আগামীদিন তৃণমূল যাবে....জ্ঞানেশ কুমার-অমিত শাহ বানের জলে ভেসে যাবে'
অভিষেকের সংযোজন, '...আজকে যা লোক হয়েছে...রাস্তার দুধারে যা লোক ছিল, এক তৃতীয়াংশ লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার-অমিত শাহ বানের জলে ভেসে যাবে। চোখে দেখা যাবে না।'






















